সংগীত

‘হোক কলরব’ গানের গীতিকার রাজীব আশরাফ মারা গেছেন

গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছেন।
রাজীব আশরাফ। ছবি: সংগৃহীত
রাজীব আশরাফ। ছবি: সংগৃহীত

অর্ণবের গাওয়া শ্রোতানন্দিত 'হোক কলরব' গানের গীতিকার রাজীব আশরাফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ১১টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

রাজীব আশরাফের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার ভাই আশরাফুল আলম বাবু।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন রাজীব আশরাফ।

রাজীব আশরাফের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে 'হোক কলরব' ছাড়াও রয়েছে—'রোদ বলেছে হবে', 'একটা মেয়ে', 'মন খারাপ', 'নাম ছিল না', 'প্রকৃত জল', 'ঘুম', 'ধূসর মেঘ', 'প্রতিধ্বনি', 'মন খারাপের একটা বিকেল' প্রভৃতি। এ ছাড়া 'আইসক্রিম' সিনেমায় অর্ণবের গাওয়া 'বোকা চাঁদ' গানটিও তার লেখা ছিল।

গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছেন, অভিনয় করেছেন নাটকেও।

Comments