মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের র‍্যাপার হান্নান

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে গান করেন তিনি।
তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। ছবি: সংগৃহীত

অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন 'আওয়াজ উডা' গানের জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। 

খবরটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সময়ের আরেক জনপ্রিয় গান 'কথা ক' এর শিল্পী সেজান। 

তিনি বলেন, 'আজ মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়েছে।'

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে গত মাসেই বেশ কিছু গান তৈরি হয়। এসব গানের মধ্যে তরুণ র‌্যাপার হান্নানের করা 'আওয়াজ উডা' ছিল অন্যতম।

গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নেওয়া হয় দুই দিনের রিমান্ডে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করেন অনেকে।

Comments