ব্ল্যাকপিঙ্কের বিশ্ব সফর শুরু ৫ জুলাই

ওয়াইজি এন্টারটেইনমেন্ট, দক্ষিণ কোরিয়া, কে-পপ, ব্ল্যাকপিঙ্ক,
কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক তাদের আসন্ন বিশ্ব সফরের শিডিউলের কিছু অংশ প্রকাশ করেছে। এই সময়ে তারা বিশ্বের কয়েকটি বড় ভেন্যুতে পারফর্ম করবে।

আজ বৃহস্পতিবার কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী ৫ ও ৬ জুলাই গিয়ংগি প্রদেশের গোয়াং স্টেডিয়াম দিয়ে শুরু হবে এই সফর। সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, শিকাগোর সোলজার ফিল্ড, টরন্টোর রজার্স সেন্টার ও নিউইয়র্কের সিটি ফিল্ডসহ বিশ্বের বড় বড় স্টেডিয়ামে মঞ্চ মাতাবে দলটি।

প্যারিসের স্তাদ দে ফ্রান্স, মিলানের ইপোদ্রোমো লা মাউরা, স্পেনের বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়াম, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এবং জাপানের টোকিও ডোমে মোট দশটি আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করবেন তারা।

তাদের অন্যান্য ভ্রমণের তারিখ ও গন্তব্য পরে ঘোষণা করা হবে বলে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সফরের মাধ্যমে ব্ল্যাকপিঙ্ক গোয়াং স্টেডিয়ামে একক কনসার্টের পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করা প্রথম কে-পপ গার্ল ব্যান্ড হবে। ব্ল্যাকপিঙ্ক ২০১৯ সালে বিটিএসের পরে ওয়েম্বলিতে একক কনসার্ট করা দ্বিতীয় কে-পপ ব্যান্ড হবে।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট বিশ্ব সফর নিয়ে বলেছে, ঘোষিত সমস্ত ভেন্যু কয়েক হাজার দর্শক ধারণে সক্ষম। এই সফর বিশ্বে ব্ল্যাকপিঙ্কের অবস্থান আরও দৃঢ় করবে।

Comments

The Daily Star  | English
soybean oil price

Soybean oil prices hiked by Tk 14 per litre

The decision came following a review meeting at the secretariat on the import and supply of edible oil.

7m ago