ঈদের নতুন গান নিয়ে ব্যস্ত সংগীতশিল্পীরা

ছবি: সংগৃহীত | ভিজ্যুয়াল: দোয়েল বিশ্বাস

একটা সময় ঈদের মৌসুমে সংগীতশিল্পীদের গানের অ্যালবাম প্রকাশিত হতো। সংগীতপ্রেমীরা জনপ্রিয় শিল্পীদের নতুন অ্যালবামের অপেক্ষায় থাকতেন। সেই দিন এখন নেই। অনেক পরিবর্তন এসেছে। এখন গান মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেলে, প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বেশিরভাগ শিল্পী ইউটিউব চ্যানেলে গান মুক্তি দিচ্ছেন।

এবারের ঈদকে ঘিরে সংগীতশিল্পীদের ব্যস্ততার কথা জানা যাক।

ক্লোজআপ-খ্যাত জনপ্রিয় শিল্পী বিউটি বছরজুড়ে নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করেন। গান নিয়েই সময় কাটে তার। অবশ্য এবারের ঈদের সময়ে তার নতুন গান আসবে কয়েকটি। দুটি মৌলিক গানের মিউজিক ভিডিও করেছেন, যা ঈদে প্রকাশিত হবে। একটি গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। সুর করেছেন সৈয়দ মনসুর। অপর গানটিও একই সুরকার সুর করেছেন। এছাড়া, একাধিক টিভি চ্যানেলেও ঈদের সময় গান প্রচার হবে।

বিউটি বলেন, একটা সময় সবাই নতুন অ্যালবামের অপেক্ষায় থাকতেন। আমিও অপেক্ষায় থাকতাম। সেই দিন এখন নেই। এখন শ্রোতারা অপেক্ষায় থাকেন ইউটিউবে কখন আমার গান আসবে। সবার একই অবস্থা।

'দর্শকরা কিংবা আমার শ্রোতারা সব সময় নতুন গান চায়। আমিও চেষ্টা করি। আর ঈদের সময় নতুন গানের আলাদা অপেক্ষা থাকে। সবদিক বিবেচনা করেই নতুন দুটি মিউজিক ভিডিও করেছি। তবে, গানের কথা ও সুর ভালো না লাগলে গান করি না', বলেন তিনি।

সাব্বির জামান এবারের ঈদে রেকর্ড সংখ্যক টিভি চ্যানেলে গান করবেন। ঈদের দিন থেকে শুরু করে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত ব্যস্ত থাকবেন বিভিন্ন টিভি চ্যানেলে। গানের শুটিংও হয়ে গেছে। অন্যদিকে, ঈদের আগেই তার দুটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

সাব্বির বলেন, ঈদের সময়ে গানের জন্য কম-বেশি সবাই ব্যস্ত থাকেন। আমিও ব্যস্ত সময় পার করছি। ভালো লাগে ঈদকে ঘিরে বেশি বেশি গান করতে। শ্রোতারাও অপেক্ষা করেন।

এদিকে বাংলাদেশ বেতারের জন্য সাব্বির একটি দ্বৈত গান করেছেন। তার সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভীন। তাদের দুজনের গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির।

সাব্বির বলেন, বেতারের জন্য ঈদ স্পেশাল একটি ভালো গান করেছি।

কর্নিয়া সব সময় চেষ্টা করেন বিশেষ দিনে বিশেষ ধরনের গান শ্রোতাদের উপহার দেওয়ার। তার রয়েছে আলাদা কিছু শ্রোতা, যারা নতুন গানের অপেক্ষায় থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের জন্য নতুন মিউজিক ভিডিও করছেন। প্রকাশিত হবে কর্নিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল তানভীর ফিচারিং কর্নিয়ায়।

কর্নিয়া বলেন, ঈদ তো স্পেশাল। স্পেশাল দিনে চমক তো থাকছেই। সেভাবেই পরিকল্পনা করেছি এবং কাজ করছি। আমার বিশ্বাস নতুন মিউজিক ভিডিও সবার ভালো লাগবে এবং সবার কাছ থেকে ভালো সাড়া পাব।

পুতুল সাজিয়া সুলতানা এবারের ঈদের জন্য বেশ কয়েকটি গানের শুটিং করেছেন, যা ঈদ উৎসবে প্রচারিত হবে। বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানেও গান করবেন তিনি।

পুতুল বলেন, ঈদকে ঘিরে নতুন গান নিয়ে ভালো সময় পার করছি। অন্যরকম অনুভূতি কাজ করছে। টিভি চ্যানেল ছাড়াও দুটি ইউটিউব চ্যানেলেও গান প্রচার হবে। শেষের কবিতাগুলো শিরোনামের একটি গান কম্পোজ করেছন সৈয়দ রেজা আলী।

'একটা সময় আট থেকে দশটি গান নিয়ে অ্যালবাম প্রকাশ হতো। আর এখন একটি করে গান প্রচার হচ্ছে। নতুন সময়কে মেনে নিতেই হবে। তবে, আগের সেই দিনগুলোও মিস করি। ওটাও অন্যরকম ছিল। বাংলাদেশ বেতারের জন্যও গান করেছি, এটাও ঈদে প্রচার হবে', বলেন তিনি।

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজাও। ঈদে বিটিভির জন্য একটি গানের শুটিং শেষ করেছেন। তার সঙ্গে বিটিভির গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। আরও একটি গান করেছন বিটিভির জন্য, যার শুটিং সম্পন্ন হয়েছে। অন্যদিকে আরও তিন থেকে চারটি চ্যানেলের জন্য গানের শুটিং করেছেন, যেগুলো ঈদে প্রচারিত হবে। বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ শোও আছে। পাশাপাশি এই ঈদে দুটো মিউজিক ভিডিও প্রচার হওয়ার কথা রয়েছে। দুটো না হলেও একটি রিলিজ পাবেই।

লিজা বলেন, ঈদের জন্য দুটো মিউজিক ভিডিওর কাজ করছি। অন্তত একটি এই ঈদে আসছে।

এছাড়া, আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেগুলো ঈদে আসছে।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago