রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের সাড়া জাগানো ১০ প্রেমের গান

নায়ক রাজ রাজ্জাক। ছবি: স্টার

নায়করাজ রাজ্জাক ঢাকাই সিনেমাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এদেশে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফল নায়ক হিসেবে অনেক কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। সেসব সিনেমা থেকে সাড়া জাগানো ১০ প্রেমের গান নিয়ে এই আয়োজন।

১. ফুলের কানে ভ্রমর এসে

রাজ্জাক-ববিতা অভিনীত এবং এহতেশাম পরিচালিত 'পিচ ঢালা পথ' সিনেমার গান। এই গানটি গেয়েছেন শাহনাজ রহমতউল্লাহ। গানটির গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান, গানটির সুরকার রবীন ঘোষ।

২. প্রেমেরই নাম বেদনা

রাজ্জাক-কবরী অভিনীত এবং নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'নীল আকাশের নীচে' সিনেমার গান। এই গানটি গেয়েছেন মাহমুদুন্নবী, গানটির সুরকার সত্য সাহা। গানটির গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

৩. শুধু গান গেয়ে পরিচয়

রাজ্জাক-শাবানা অভিনীত এবং কাজী জহির পরিচালিত তুমুল আলোচিত এবং দর্শকনন্দিত সিনেমা 'অবুঝ মন'। প্রেমের সিনেমা হিসেবে এটি এদেশের ব্যাপক সাড়া জাগানো সিনেমা। 'শুধু গান গেয়ে পরিচয়' গানটি গেয়েছেন আব্দুল জব্বার। গানটির সুরকার আলতাফ মাহমুদ।

৪. গানেরই খাতায় স্বরলিপি লিখে

'স্বরলিপি' সিনেমার এ গানটি আজও একইরকম জনপ্রিয়। সিনেমাটির পরিচালক ছিলেন নজরুল ইসলাম। গান গেয়েছেন রুনা লায়লা। গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সুবল দাস।

৫. অনেক সাধের ময়না আমার

রাজ্জাক ও কবরী জুটির অন্যতম সেরা সিনেমা 'ময়নামতি'। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী জহির। 'ময়নামতি' সিনেমার 'অনেক সাধের ময়না আমার' গানটি গেয়েছেন বশীর আহমেদ।

৬. আয়নাতে ওই মুখে দেখবে যখন

রাজ্জাক-শবনম অভিনীত এবং অশোক ঘোষ পরিচালিত 'নাচের পুতুল' সিনেমার গানটি শ্রোতারা এখনো মনে রেখেছেন। গানটি তাকে রোমান্টিক নায়ক হিসেবে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। গানটি গেয়েছেন মাহমুদুন্নবী, গানটির গীতিকার কে জি মোস্তফা, সুরকার রবীন ঘোষ।

৭. ও চোখে চোখ পড়েছে যখনই

রাজ্জাক-ববিতা অভিনীত আলোচিত 'অনন্ত প্রেম' সিনেমার গান। গানটি গেয়েছেন মো. খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান।

৮. গীতিময় সেইদিন চিরদিন

রাজ্জাক-শাবানা জুটি অভিনীত দারুণ রোমান্টিক এই গানটি 'ছন্দ হারিয়ে গেল' সিনেমার। সিনেমাটির পরিচালক ছিলেন এসএম শফি। গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

৯. আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি

ব্যাপক সাড়া জাগানো এই গানটি রাজ্জাক অভিনীত এবং সুভাষ দত্ত পরিচালিত 'আবির্ভাব' সিনেমার। গানটি গেয়েছেন খন্দকার ফারুক আহমেদ। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ছিলেন সত্যসাহা।

১০. শত্রু তুমি বন্ধু তুমি

রাজ্জাক-শাবানা অভিনীত এবং কামাল আহমেদ পরিচালিত 'অনুরাগ' সিনেমার গান এটি। এই গানটি গেয়েছেন আব্দুল জব্বার। গানটির সুরকার সুবল দাস। খুব জনপ্রিয়তা পেয়েছিল গানটি।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

2h ago