যা সচেতনতা তৈরি করে না তা শিল্প নয়: ফাহমিদা নবী

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি, বিশ্ব সংগীত দিবসে তার একটি গান 'বন্ধু হারিয়ে গেল' মুক্তি পেয়েছে।

ফাহমিদা নবী বলেন, গানটির সুর করেছে বর্ণ চক্রবর্তী। বর্ণ খুব মেধাবী মিউজিশিয়ান ছিল। ও আমাকে বুঝতো। সব সময় বলতো, আমি ওর মেন্টর। ২০২২ সালে বর্ণ হঠাৎ মারা যায়। বন্ধুদের নিয়ে গানটি সে লিখেছিল। কথা লিখেছেন আনিসুজ্জামান জুয়েল।

তিনি বলেন, 'বন্ধু হারিয়ে গেল গানটির মিউজিক ভিডিওর জন্য খুব প্রশংসা পাচ্ছি। সবাই খুব পছন্দ করছেন। প্রচুর মানুষ গানটি ফেসবুকে শেয়ার করছেন। এত অস্থির সময়ে গানটি সবাই শুনছেন, এটি বড় পাওয়া।'

এছাড়া, ফাহমিদা নবীর কণ্ঠে তুমিহীন শিরোনামে আরও একটি নতুন গান সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির কথা লিখেছেন ফারজানা রহমান, সুর করেছেন তিনি নিজেই।

ফাহমিদা বলেন, 'তুমিহীন গানটিও সবাই পছন্দ করছেন।'

বেশ কিছু দিন আমেরিকায় কাটিয়ে দেশে ফিরেছেন এই জনপ্রিয় শিল্পী। দেশে এসেই ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। তিনি বলেন, 'আরও কয়েকটি নতুন গান করব। প্রস্তুতি চলছে।'

আমেরিকার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, 'সাড়ে তিন ঘণ্টার একটি গানের অনুষ্ঠান করেছি আমেরিকায়। আড়াই ঘণ্টার অনুষ্ঠান ছিল। শ্রেুাতারা কেউ উঠতে চাইছিলেন না। তারপর এক ঘণ্টা সময় বাড়ানো হয়। তাছাড়া, ওখানে আমার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছি। প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন।'

'ভালো গানের বিষয়টি আমার ভেতরে সব সময় কাজ করে। আমি বিশ্বাস করি, যা সচেতনতা তৈরি করে না, তা গান নয়। যা সচেতনতা তৈরি করে না, তা সিনেমা নয়, নাটক নয়। যা সচেতনতা তৈরি করে না, তা শিল্প নয়।'

'যদি শিল্পী না হতাম, তারপরও গানের প্রতি দায়বদ্ধতা থাকতো, শিল্পের প্রতি দায়বদ্ধতা থাকতো। মানুষের বেড়ে উঠা বড় বিষয়। আমি সংগীত পরিবারে বেড়ে উঠেছি। ভালো গান কী তা আমি জানি এবং বুঝি। সেভাবেই আমি গান করি এবং ভালো গান কী, মন্দ গান কী, তা বুঝি,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'দেখুন, একজন নায়কের কাজ ভালো কিছু করা। ওটাই মানুষ দেখবে, শিখবে। গায়কের কাজও তাই।'

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

37m ago