বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’

ফাহমিদা নবী
ফাহমিদা নবীর বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর বই 'ফাহমিদা নবীর ডায়েরি'।  

প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন চারু  পিন্টু।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী দ্য ডেইলি স্টারকে জানান, নিজের ব্যক্তিগত ডায়েরির লেখাগুলো এবার বই আকারে প্রকাশ হতে যাচ্ছে।

ফাহমিদা নবী বলেন, 'আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি। আমার অনুভূতিগুলো এবার বই আকারে আসছে,' বলেন নবী।

তিনি আরও জানান, পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছেন। 

'আমার আব্বা ডায়েরি লিখতেন। আমার আম্মুও লিখতেন। ছেলেবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম। তিনি সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন। ওটাই আমাকে (ডায়েরি লিখতে) উদ্বুদ্ধ করেছে,' যোগ করেন নবী।

ফাহমিদা নবী বলেন, 'গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে সেই ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি।'

তিনি বলেন, 'চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, সেগুলোকে উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা-জানা-বোঝার নানা দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায়। সে কারণে ফেসবুকে নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেইজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক। তাদের চাওয়া পূরণ করতেই এই বই।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

46m ago