আবার একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক ইমরান তার সংগীতজীবনের শুরু থেকেই নিয়মিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। অন্যদিকে নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এই দুজন নতুন একটি গানে মডেল হয়েছেন।
গানটির শিরোনাম 'পারব না ছাড়তে তোমাকে'। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে তার সহশিল্পী হুমায়রা ঈশিকা।
চলতি মাসেই ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।
ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারব না ছাড়তে তোমাকে গানটি একটি সিনেমার জন্য করেছিলাম। গানটি তাদের পছন্দও হয়েছিল। পরে অন্য একটি গান প্রযোজনা প্রতিষ্ঠান পছন্দ করার কারণে গানটি আর সেই সিনেমায় ব্যবহার করা হয়নি। আমার এই গানটি যেহেতু তৈরি ছিল, তাই ভাবলাম কিছু একটা করি। যেহেতু এটি সিনেম্যাটিক-রোমান্টিক একটা গান, সেইভাবেই দারুণ একটা গল্পে শুটিং করছি।'
তিনি আরও বলেন, 'গানটির ডেমো ভয়েজ দেওয়ার সময় কিছু কথা দিয়ে সুর করেছিলাম। পরে প্রযোজনা প্রতিষ্ঠানে পাঠানোর সময় পুরো কথা লিখেছিলাম। এইভাবেই গানটা লেখা হয়েছিল। এর কিছু অংশ কক্সবাজারের মনোরম লোকেশনে শুট করেছি। এখন ঢাকায় এফডিসিতে করব। ঠিক চার বছর পর আমার কোনো গানে কেয়া পায়েল মডেল হলেন। আশা করছি সিনেম্যাটিক রোমান্টিক গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।'
Comments