ঈদের নাটকে বিরতিহীন শুটিংয়ে কেয়া পায়েল

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

মডেলিং ও অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন কেয়া পায়েল। নতুন প্রজন্মের অভিনয়শিল্পী তিনি। অনেকগুলো নাটক প্রচার হয়েছে। শোবিজে নিজের একটা ভালো অবস্থান গড়ে নিয়েছেন।

কেয়া পায়েল আসছে ঈদের শুটিং নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। এবারের ঈদে তার অভিনীত অনেকগুলো নাটক প্রচার হবে। প্রায় প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। নতুন নতুন চরিত্র ও গল্পের সঙ্গে মিশতে হচ্ছে তাকে।

চলতি বছরের ভালোবাসা দিবসেও নাটক দিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। তারপরই মূলত ঈদের নাটকের জন্য শিডিউল দেওয়া শুরু। এখন তো আরও ব্যস্ততা যাচ্ছে তার।

কেয়া পায়েল ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন বুধবার। ওই সময় তিনি একটি ঈদের নাটকের শুটিং করছিলেন। তিনি বলেন, আপাতত নাটকটির নাম রাখা হয়েছে 'হ্যালো গাইস'। নাম চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এই নাটকের গল্প চলমান পরিস্থিতি নিয়ে।

'হ্যালো গাইস' নাটকের পরিচালক মহিউদ্দিন মাহিম। বিপরীতে আছেন ফারহান।

ছবি: সংগৃহীত

'তুমি যাকে ভালোবাসো' নামের একটি ঈদের নাটকের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন। বিপরীতে আছেন জোভান।

'বান্টির বিয়ে' নামে আরও একটি নাটকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। এই নাটকেও অভিনয় করেছেন জোভান।

'বাজি' নামে বড় বাজেটের একটি নাটক করেছেন। এই নাটকে তার বিপরীতে আছেন ফারহান। তিনি বলেন, বাজির গল্পটা অসাধারণ। সবার ভালো লাগবে।

এবারের ঈদে জোভান, ফারহান, তৌসিফসহ বেশ কজন অভিনেতার বিপরীতে তাকে দেখা যাবে। এক প্রশ্নের জবাবে কেয়া পায়েল বলেন, এবারের ঈদের নাটকগুলোর গল্প যেমন ভালো, চরিত্রও অনেক ভালো। মজার মজার কিছু নাটক করেছি।

প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে কেমন উপভোগ করছেন অভিনয়, জানতে চাইলে কেয়া পায়েল বলেন, অভিনয় উপভোগ করি। কাজটাও ভালোবাসি। উপভোগ করি বলেই কাজটি করছি। কাজের প্রতি ভালোবাসাও আছে।

কোন কোন নায়কের সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, জানতে চাইলে বলেন, একক কেউ নয়। সবার সঙ্গে কাজ করতেই ভালো লাগে। আমরা শিল্পীরা একটি পরিবার।

সহশিল্পীদের নিয়ে তিনি আরও বলেন, সবাই যার যার দিক থেকে ভালো করছেন। সবাই অভিনয়ে সিরিয়াস। কাজের প্রতি সবার দায়বদ্ধতা আছে।

ছবি: সংগৃহীত

অভিনয় নিয়ে স্বপ্ন বিষয়ে কেয়া পায়েল বলেন, দর্শকরা মনে রাখবেন এমন কিছু চরিত্র করতে চাই। দর্শকদের ভালোবাসা পাচ্ছি। এটা ধরে রাখতে চাই।

নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল এবারের ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন। ঈদের পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, আসছে ঈদ ঢাকায় থাকব। পরিবারের সঙ্গে ঈদ করব। সারাবছর শুটিং ব্যস্ততা থাকে। কিন্তু ঈদের সময় কিছু দিন অবসর পাই। অবসরটুকু পরিবারকে দেবো।

শুটিং ছাড়া ঘুরে বেড়াতেও পছন্দ করেন কেয়া পায়েল। সময় পেলেই ঘুরতে যান। তিনি বলেন, বেড়াতে ভালো লাগে। পরিকল্পনা করে ঘুরে বেড়াই।

সবশেষে ঈদের নাটক নিয়ে বলেন, ঈদের সময় দর্শকরা অপেক্ষা করেন বিশেষ বিশেষ নাটক দেখার। এটা ভালো লাগে। আমিও চেষ্টা করছি ভালো ভালো কাজ করতে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago