কারাগারের সব জট খুলবে দ্বিতীয় পর্বে

কারাগারের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

১৮ আগস্ট মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ কারাগারের প্রথম পর্ব। এই পর্বে জেলখানার এক রহস্যমানবকে ঘিরে ক্রমেই জটিল হয়ে উঠেছে কাহিনী। দর্শকের মনে এখন অনেক প্রশ্ন। আসলে কে এই রহস্যমানব? কী তার উদ্দেশ্য? কীভাবে কারাগারে এলেন তিনি? সব প্রশ্নের উত্তর পেতে দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই সেই অপেক্ষার কথা লিখেছেন।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়া 'কারাগার' সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু।

দ্বিতীয় পর্ব কবে আসছে জানতে চাইলে পরিচালক সৈয়দ আহমেদ শাওকী বলেন, `আগামী সেপ্টেম্বরে কারাগারের দ্বিতীয় পর্বের শুটিং পরবর্তী কাজ শেষ করব। শেষ করতে মাসখানেক লাগবে। এই বছরের শেষে অথবা নতুন বছরে আসবে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দেখার পর দর্শকদের মনে যেসব প্রশ্ন এসেছে, তার ঠিকঠাক উত্তর  তারা পেয়ে যাবেন পরের পর্বে।'

গল্পে দেখা যায়, জেলখানার রহস্যময় এক কক্ষে দেখা মেলে এক রহস্যময় কয়েদির। তিনি শুনতে পান না, কথা বলতে পারেন না। কখনো ফার্সি ভাষায়, কখনো ফরাসি ভাষায় লিখে; আবার কখনো ইশারায় নিজের সম্পর্কে অদ্ভুত সব তথ্য দেন তিনি। নিজেকে দাবি করেন মীর জাফরের খুনি হিসেবে।

এই রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট বাঁধতে থাকে। জটিল থেকে আরও জটিল ধাঁধায় পড়ে যান দর্শকরা। সব প্রশ্নের উত্তর জানতে এখন দ্বিতীয় পর্বের অপেক্ষায় তারা।

 

Comments

The Daily Star  | English
Bangladesh Emerging Cocaine Transit Hub

Bangladesh now a transit for cocaine smuggling

A sharp rise in the smuggling of cocaine, which mainly enters Bangladesh from African and South American countries, has become a new headache for authorities.

14h ago