আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান। ছবি: জয়া আহসানের ভেরিফায়েড ফেসবুক পেজ
আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান। ছবি: জয়া আহসানের ভেরিফায়েড ফেসবুক পেজ

দুই  বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হয়েছেন। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূত হলেন তিনি ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে জয়া আহসান নিশ্চিত করেছেন।

এরকম একটি সম্মানজনক নিয়োগের জন্য জয়া আহসান ভীষণ আনন্দিত এবং উচ্ছসিত। তিনি বলেন, 'দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি একদিকে যেমন আনন্দিত আরেকদিকে অনেক সম্মানিত বোধ করছি। আগামী দুবছর ইউএনডিপির সাথে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে একসাথে কাজ করব। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও সচেতনতা বাড়াতে কাজ করব।'

তিনি আরো বলেন, 'আমি এসডিজি বিষয়ে সচেতনা বাড়াতে নিজেকে সক্রিয় রাখবো'।

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান। ছবি: জয়া আহসানের ভেরিফায়েড ফেসবুক পেজ
আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান। ছবি: জয়া আহসানের ভেরিফায়েড ফেসবুক পেজ

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী ২ বছরের মেয়াদে নিয়োগ পেয়েছেন। এটি গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

জয়া আহসান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আরও ৭ বছর বাকি আছে। আমাদের এই পৃথিবীকে  বাসযোগ্য ও সুন্দর করে তোলার এটাই উপযুক্ত সময়।

এদিকে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা বাংলাদেশ ও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও প্রথমবারের মতো তিনি একটি ইরানি সিনেমায় অভিনয় করেছেন, যেটি মুক্তির অপেক্ষায় আছে।

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago