উৎসবের শুভেচ্ছা দূত চিত্রনায়িকা নিপুণ

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন শুভেচ্ছা দূত হিসেবে।
নিপুণ আক্তার
ছবি: স্টার

নিপুণ আক্তার সিনেমায় যেমন ব্যস্ত, একইভাবে তিনি চলচ্চিত্র শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছেন। এবার এই অভিনেত্রী নতুন দায়িত্ব নিলেন।

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন শুভেচ্ছা দূত হিসেবে।

৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয়  'কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩' উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই উৎসবের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ।

নিপুণ বলেন, 'দেশের বাজারে কানাডার বিনিয়োগকারীদের এবং কানাডায় এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুস্থ বিকাশে কাজ করব। ২ দেশের ব্যবসায়িক যে ইতিবাচক দিকগুলো আছে তা তুলে ধরব। আশা করছি এই যাত্রা নতুন ও সাফল্যপূর্ণ অভিজ্ঞতা দেবে আমাকে।'

নিপুণ সম্প্রতি 'ভাষার জন্য মমতাজ' নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন।

Comments