জয়া আহসানের সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান ভারতীয় বাংলা সিনেমায় এক দশকেরও বেশি সময় ধরে সরব আছেন। আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা'।

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'ডিয়ার মা' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ডিয়ার মা' নিয়ে প্রশংসা চলছে। বাংলাদেশ ও ভারতের দর্শকরা জয়া আহসানের অভিনয়ের প্রশংসাও করছেন।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

এরই মধ্যে চমকে দিয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে 'ডিয়ার মা' সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। সেখানে তিনি সিনেমাটির পরিচালক এবং সিনেমার সবার জন্য শুভ কামনা জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে 'ডিয়ার মা' সিনেমার ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, টনি দা, আমার শুভ কামনা সবসময়।

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিষয়টি নিয়ে জয়া আহসান বলেন, 'ডিয়ার মা' সিনেমার প্রতি দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গেল। ভীষণ ভালো লাগছে। উনার মতো একজন মানুষ যখন ট্রেলার শেয়ার করেছেন, তখন এটি আমাদের জন্য বড় পাওয়া।

'ডিয়ার মা' মূলত মা ও মেয়ের সম্পর্কের গল্প। সিনেমাটির ট্যাগ লাইন হলো—'রক্তের সম্পর্ক, না ভালোবাসার টান'।

উল্লেখ্য, জয়া আহসান অভিনীত দুটি সিনেমা 'তাণ্ডব' ও 'উৎসব' এবারের ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago