‘অস্ট্রেলিয়ায় নারী প্রযোজককে ধর্ষণ’ বিষয়ে মুখ খুললেন শাকিব খান

কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্রের ৩ সমিতিতে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন রহমত উল্ল্যাহ নামের একজন। তার বিভিন্ন অভিযোগের মধ্যে একটি ছিল অস্ট্রেলিয়ায় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব খান।
অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে যান শাকিব খান। ছবি: স্টার

কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্রের ৩ সমিতিতে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন রহমত উল্ল্যাহ নামের একজন। তার বিভিন্ন অভিযোগের মধ্যে একটি ছিল অস্ট্রেলিয়ায় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব খান।

গতকাল রাতে গুলশান থানায় মামলা করতে গিয়ে ফিরে এসে শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা কি খুব সহজ বিষয়? অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে মামলা হবে আর আমি সেখান থেকে ফিরে আসব। সেখান থেকে এসে আরেকবার অস্ট্রেলিয়ায় গিয়েছি আমি। অস্ট্রেলিয়ার প্রশাসন সম্পর্কে কারও ধারণা নেই মনে হলো। ওই রহমত উল্ল্যাহ আমাকে মিথ্যাভাবে হয়রানি করতে চাচ্ছেন। এটা একটা প্রতারণা। যেটা কেস নম্বর হিসেবে দেখানো হচ্ছে, সেটা আসলে ইভেন্ট নম্বর। আগামী কিছুদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।'

শাকিব খান আজ রোববার দুপুরে সেই রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ জানাতে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান। 

গতকাল গুলশান থানা পুলিশ তার মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছিলেন।  

Comments