‘মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করে অন্যরকম তৃপ্তি পাই’

অভিনেত্রী দিলারা জামান। স্টার ফাইল ছবি

দিলারা জামান এদেশের গুণী অভিনশিল্পী । অনেক আগেই তিনি অভিনয়কলায় অবদানের জন্য একুশে পদক পেয়েছেন । দীর্ঘ জীবন পাড়ি দিয়ে এই বয়সেও অভিনয় করে যাচ্ছেন।

দিলারা জামানের ভাষ্য, অভিনয় তার রক্তে মিশে আছে। তিনি বলেন, 'আগের মতো প্রচুর নাটক না করলেও মাঝে মাঝে করি। ঘরে বসে থাকতে থাকতে সত্যিই মনটা পড়ে থাকে শুটিংয়ে, সবার মাঝে।'

তিনি আরও বলেন, 'অভিনয় শিল্পীরা আমার কাছে অতি আপন। তারা আমার কাছে পরিবারের মতো। তাদের সান্নিধ্যে গেলে মনভরে নিঃশ্বাস নিতে পারি । ভীষণ ভালো লাগে। মনে হয় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছি।'

সম্প্রতি স্বাধীনতা দিবসের জন্য একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন দিলারা জামান। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আবুল হায়াত।

নাটকটি নাম 'শেষ থেকে শুরু'। নাটকটি সম্পর্কে দিলারা জামান বলেন, 'এটি একটি ভিন্নধর্মী নাটকের গল্প। মুক্তিযুদ্ধের গল্প। এখানে মুক্তিযুদ্ধের কথা অন্যভাবে উঠে এসেছে।'

তিনি আরও বলেন, 'আমি ও আবুল হায়াত এই নাটকে বৃ্দ্ধ দম্পতি। গল্পটা চমৎকার।

আবুল হায়াত সম্পর্কে তিনি বলেন, 'আমার অভিনয় জীবনে অসংখ্য নাটকে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছি। ভীষণ গুণী শিল্পী তিনি। ভীষণ ভালো মানুষ তো অবশ্যই। অভিনয় শিল্পের প্রতি তার ভালোবাসার তুলনা হয় না। অভিনয়টাকে দরদ দিয়ে ভালোবাসেন। এছাড়া সহশিল্পীর প্রতি তার ভালোবাসা ও সম্মান দুটোই আছে।

এদিকে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন দিলারা জামান। নাম চূড়ান্ত না হওয়া নাটকটি পরিচালনা করছেন সাজু। তিনি বলেন, 'এই নতুন ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছি। এখন তো মা কিংবা দাদীর চরিত্রেই বেশি অভিনয় করি। বয়স অনুযায়ী যে চরিত্র মানায় তাই করি ।

একটা সময় তুমুল ব্যস্ততা ছিল। এখন কমে গেছে বয়সের কারণে। সেজন্য আফসোস কাজ করে কি?- এই প্রশ্নের জবাবে দিলারা জামান বলেন, 'না, আফসোস হবে কেন। আফসোস করি না। এখন বয়স হয়ে গেছে। চাইলেও আগের মতো প্রতিদিন অভিনয় করা সম্ভব নয়। যতটুকু পারছি আল্লাহর কাছে শুকরিয়া।'

মুক্তিযুদ্ধের নাটকে বা সিনেমায় অভিনয় করার বিষয়ে দিলারা জামানের বক্তব্য, 'মুক্তিযুদ্ব  আমাদের সবচেয়ে গৌরবের ধন। আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের নাটক বা সিনেমায় অভিনয় সবসময় টানে। মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করে অন্যরকম তৃপ্তি পাই।'

নাটকের বাইরে সিনেমায়ও অভিনয় করছেন দিলারা জামান । 'দায়মুক্তি' নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সুবর্ণ ভূমি নামে  একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago