ভালোবাসার গল্প নিয়ে ১২ নির্মাতার ‘মিনিস্ট্রি অব লাভ’

ভালোবাসার গল্প নিয়ে আসছে `মিনিস্ট্রি অব লাভ'। গঠিত হয়েছে ভালোবাসার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী করেছেন শপথ গ্রহণ। এখন বাকি শুধু জনগণের মাঝে ভালবাসার গল্প ছড়িয়ে দেওয়া।

পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে চরকিতে আসছে `মিনিস্ট্রি অব লাভ'। ১২ জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম আসছে আগামীতে। 

ঢাকার একটি অভিজাত হোটেলে গতকাল ৩ আগস্ট হয়ে গেল `মিনিস্ট্রি অব লাভ' নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ১২ জন নির্মাতা, উন্মোচন করা হয় তাদের ফিল্ম নিয়ে বিস্তারিত তথ্য।

শপথ পাঠ করান বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

২০২৩ ও ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই ফিল্মগুলো রিলিজ হচ্ছে চরকিতে। আর নির্মাতা এবং কো-প্রডিউসার হিসেবে এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire for power, intolerance for dissent, and failure to see the writing on the wall undid Hasina's iron-fisted rule

12h ago