‘সিনেমা দেখে আফজাল ভাই বলেছেন, তোমাকে মারা উচিত’

সাজু খাদেম। ছবি: সংগৃহীত

অভিনেতা সাজু খাদেম ২০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন। সুঅভিনেতা হিসেবে তার আলাদা পরিচিতি আছে। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বেশ আগে। অনেকগুলো সিনেমাও করেছেন।

উপস্থাপনা করেও মানুষের ভালোবাসা পেয়েছেন। অভিনয় ও উপস্থাপনা দুটোই করছেন সমানতালে।

সম্প্রতি হৃদি হক পরিচালিত '১৯৭১ সেইসব দিন' মুক্তিযুদ্ধের সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি দর্শকদের প্রশংসায় ভাসছে। যারা হলে গিয়ে দেখছেন, তারা আবেগ ধরে রাখতে পারছেন না। কান্না করছেন কেউ কেউ।

এই সিনেমায় রায়হান নামে একজন রাজাকার আছে, যাকে পর্দায় দেখার পর প্রবলভাবে ঘৃণা করছেন দর্শকরা। গালিও দিচ্ছেন। সেই রায়হান রাজাকারের চরিত্রে সুন্দর ও সাবলীল অভিনয় করেছেন সাজু খাদেম। তবে যেখানেই যাচ্ছেন, অভিনীত ওই চরিত্রটির প্রতি মানুষের ঘৃণা দেখতে পাচ্ছেন।  

সাজু খাদেম বলেন, 'এটা তো চরিত্রটির জন্য বড় পাওয়া। চরিত্রটিকে দর্শকরা গালি দিচ্ছেন। তার মানে চরিত্রটি হয়তো ফুটিয়ে তুলতে পেরেছি এবং সবার মনে রায়হান ঘৃণা তৈরি করতে পেরেছে।'

এ পর্যন্ত একাধিকবার সিনেমাটি হলে গিয়ে দেখেছেন তিনি। বেশ কয়েকটি হল ভিজিটও করেছেন।

সাজু খাদেম বলেন, 'শো শেষ হওয়ার পর একটি হলে অপেক্ষা করছিলাম দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য। তারপর সিনিয়র কয়েকজন নারী এলেন মায়ের বয়সী। তারা আমাকে দেখে বললেন, আপনি এত খারাপ। আপনাকে মারা উচিত।'

নন্দিত নায়ক আফজাল হোসেন ও তার স্ত্রী সিনেমাটি হলে গিয়ে দেখেছেন। সেদিন সাজু খাদেম উপস্থিত ছিলেন।

সাজু খাদেম। ছবি: সংগৃহীত

`রায়হান রাজাকারের চরিত্রটির প্রশংসা করে আফজাল ভাই বললেন, তোমাকে মারা উচিত। অনেক ভালো করেছ', বলেন সাজু খাদেম।

সাজু খাদেমের থিয়েটারের বন্ধুরা, টিভি নাটকের বন্ধুরাও খুব প্রশংসা করছেন রায়হান রাজাকার চরিত্রে তার অভিনয়ের।

তিনি বলেন, 'গালি খাচ্ছি, প্রশংসা পাচ্ছি। শিল্পীর প্রাপ্য এটুকুই।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মুক্তিযু্দ্ধ আমাদের অহংকার, গর্বের ধন। এখনও যে রাজাকারদের মানুষ ঘৃণা করে তার প্রমাণ ১৯৭১ সেইসব দিন সিনেমার রায়হান চরিত্রটি।'

কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে এই অভিনেতার জীবনে। এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ হলে গিয়ে '১৯৭১ সেইসব দিন' দেখেছেন। সেদিনও উপস্থিত ছিলেন সাজু খাদেম।

শো শেষ করার পর সুবর্ণা মুস্তাফা তাকে বলেন, 'সাজু তুমি এত খারাপ করলে? তবে দুর্দান্ত করেছ।'

একটি হলে দেখা হওয়ার পর অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী অভিনেত্রী জুঁই করিম তাকে বলেন, 'এত খারাপ আপনি!'

সবার এত নেতিবাচক মন্তব্যকে খুব ইতিবাচকভাবে দেখছেন সাজু খাদেম।

সাজু খাদেম। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি বলেই তো সবাই মন্তব্যগুলো করছেন। ভাবতে ভালো লাগছে, রাজাকারদের মানুষ কতটা অপছন্দ করে। অভিনেতা হিসেবে এটাই সাফল্য।'

সাজু খাদেম দীর্ঘ একটি ধারাবাহিকের শুটিং করছেন রাজধানীতে। নতুন নাটকের নাম ফুল বাহার। ফুল চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন যুবরাজ খান।

এ ছাড়া তার অভিনীত ২টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত শ্যামা কাব্য, অপরটির নাম আজব ছেলেটা। এটি পরিচালনা করেছেন মানিক মানবিক।

কোন ধরনের চরিত্রের প্রতি দুর্বলতা কাজ করে জানতে চাইলে তিনি বলেন, 'যে ধরনের চরিত্রে গুরুত্ব আছে, অভিনয়ের সুযোগ আছে।'

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago