যে সিনেমার টানে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় শাবনূর

এ সিনেমার মধ্য দিয়ে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর। 
শাবনূর
শাবনূর। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শাবনূর দীর্ঘ ৩ বছর পর দেশে ফিরেছেন। নতুন একটি সিনেমার জন্য অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন তিনি। 

'রঙ্গনা' নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য ঢাকায় এসেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। এ সিনেমার মধ্য দিয়ে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর। 

শাবনূর বলেন, 'আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন ৮ মাস আগে  "রঙ্গনা" সিনেমার গল্পটি আমাকে পাঠানো হয়। গল্পটি পড়ে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছি। যেহেতু দীর্ঘদিন কোনো সিনেমায় কাজ করা হয়নি। এই সিনেমার গল্প আমার চরিত্র খুব মনে ধরেছে; সেই কারণে রাজী হয়ে ঢাকায় ফিরেছি।'

'এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব নতুন বছরের শুরুতে,' বলেন তিনি।

সিনেমাটির পরিচালক আরাফাত হোসাইন বলেন, 'রঙ্গনা সিনেমার গল্প থ্রিলার ধরনের। দর্শকরা এখনো শাবনূরকে পর্দায় দেখতে চান। আমারও ইচ্ছা ছিল শুরু থেকেই তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমার গল্প নারী কেন্দ্রিক হলেও রয়েছে ভিন্নতা। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আমার অভিষেক হচ্ছে।'

সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তন্ময় মুক্তাদির। 

Comments