ববিতা-শাবনূর-পরীমনিসহ যারা ভোট দিলেন

দীর্ঘদিন পর প্রিয় মানুষদের দেখা পেয়ে দিনটি যেন নিজেদের করে নিয়েছিলেন তারা।
শাবনূর ও পরীমনিকেও দেখা গেছে এফডিসিতে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক অভিনয়শিল্পী ভোট দিয়েছেন। 

ভোট দিয়ে কেউ আড্ডায় মেতেছেন, চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। 

দীর্ঘদিন পর প্রিয় মানুষদের দেখা পেয়ে দিনটি যেন নিজেদের করে নিয়েছিলেন। 

এফডিসিতে ভোট দিতে এসেছিলেন ববিতা, চম্পা ও সুচন্দা। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের শিল্পীদের অনেকেই ভোট দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-সুচন্দা, ববিতা, চম্পা, আসাদুজ্জামান নূর, শাবনূর, নতুন, ওমর সানী, জাহিদ হাসান, অনন্ত জলিল, সাইমন সাদিক, নীরব, রোশান প্রমুখ।

আরও ছিলেন-পরীমনি, মাহিয়া মাহি, ববি, আনোয়ারা।

ববি ও মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭১ জন। সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। 

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। 

দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবং অন্যটিতে মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

 

Comments