অনেক অজানা বিষয় নিয়ে ‘একজনই সোহেল রানা’

সোহেল রানা। ছবি: সংগৃহীত

সোহেল রানা অভিনীত ও পরিচালিত 'মাসুদ রানা' চলচ্চিত্রটি ১৯৭৪ সালে মুক্তি পায়। 

অভিনেতা, নির্মাতা সোহেল রানা এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও তার সিনেমায় সম্পৃক্ততা 'ওরা ১১ জন' সিনেমার মাধ্যমে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের এই সিনেমাটির প্রযোজক ছিলেন তিনি।

নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং দেশব্যাপী 'মাসুদ রানা'র বাজিমাত দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সবার কাছে হয়ে ওঠেন অসাধারণ। 

এই অসাধারণ সোহেল রানার ৭৮তম জন্মদিন পালিত হয়েছে গতকাল ২১ ফেব্রুয়ারি।

এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় সোহেল রানাকে নিয়ে নির্মিত 'একজনই সোহেল রানা' প্রচার হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। 

এ অনুষ্ঠানে এই নায়কের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে একান্ত কিছু কথা, যা এতদিন সবারই ছিল অজানা।

 

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

1h ago