শাবানার তুলনা তিনি নিজেই, তার নামটিই যথেষ্ট: সোহেল রানা

শাবানার তুলনা তিনি নিজেই, তার নামটিই যথেষ্ট: সোহেল রানা
শাবানা ও সোহেল রানা। ছবি: সংগৃহীত

রেকর্ড সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং ৩ শতাধিক সিনেমার নায়িকা শাবানার জন্মদিন আজ। অনেক সুপারহিট নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাদের মধ্যে অন্যতম সোহেল রানা।

আজ ১৫ জুন শাবানার জন্মদিন উপলক্ষে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নায়ক সোহেল রানা।

সোহেল রানা বলেন, 'শাবানাকে চিনি বহু বছর ধরে। তার সঙ্গে নায়ক হিসেবে যেমন অভিনয় করেছি, তেমনি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও অভিনয় করেছেন তিনি। আমার প্রথম প্রযোজনা "ওরা ১১ জন" সিনেমায় শাবানা ছিলেন। আমার অভিনয় জীবনে কত শত স্মৃতি তার সঙ্গে। শাবানাকে কখনো অহংকার করতে দেখিনি। শুটিং সেটেও অহংকার করতে দেখিনি।'

তিনি বলেন, 'শাবানা আসলেই শাবানা। তার তুলনা তিনি নিজেই। তার নামটিই যথেষ্ট। একজন মানুষের আর কী লাগে একজীবনে? তার অর্জন তো চলচ্চিত্রের ইতিহাসে লেখা থাকবে সারাজনম। কেউ অস্বীকার করতে পারবে না তার অবদান।'

এই অভিনেতা বলেন, 'শিল্পী হিসেবে শাবানা কত বড় মাপের তা বলে শেষ করা সম্ভব নয়। এটা সময় বিচার করবে। আমি শুধু বলব- অনেক বড় মাপের শিল্পী তিনি। সামাজিক হোক, রোমান্টিক হোক, পোশাকি হোক, সব ঘরানার সিনেমায় শাবানা অভিনয় করে দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় মাপের শিল্পী।'

সোহেল রানার ভাষ্য, শাবানার গুণের শেষ নেই। গুণবতী শিল্পী ও গুণবতী মানুষ শাবানা। সরল মানুষ তো অবশ্যই। তার এই গুণটি আমাকে মুগ্ধ করেছে সবসময়। তার মুখটাও সরলতায় ভরা। আমরা বাঙালি। বাঙালির জীবনের সঙ্গে মিল রেখে যেসকল সামাজিক সিনেমায় তিনি অভিনয় করেছেন, তা দেখার পর তাকে যতটা আপন মনে হয়েছে, অন্য কাউকে কমই মনে হয়েছে। তিনি যেন বাঙালি নারীর প্রতিচ্ছবি। যে কারণে তার ভক্তের শেষ নেই। শহর গ্রাম সবখানে তার ভক্ত।

'তার সিনেমা দেখে বাঙালি কাঁদতে কাঁদতে হল থেকে বের হতেন। হাসতেন, কাঁদতেন, ভালোবাসতেন। শাবানার এমনই জাদুকরি অভিনয় ক্ষমতা ছিল। তার জন্য আমার প্রার্থনা ও দোয়া। শাবানা আরও বহু বছর বেঁচে থাকুন, জন্মদিনে এমনটাই চাওয়া,' তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

9h ago