শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় 'রাজকুমার'

শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে, শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের।
রাজকুমার
ছবি: সংগৃহীত

আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এই দিনটাকে ঘিরে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমার চমকের কথা জানা গেল।

শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় 'রাজকুমার' সিনেমার ট্রেলার দেখানো হবে, শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া।

তারা জানিয়েছে, বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে কীভাবে আরও বেশি হাইলাইট করা যায় সে বিষয়ে নানা পরিকল্পনা হয়েছে। তারই অংশ হিসেবে বুর্জ খলিফায় শাকিব খানের সিনেমার টিজার-ট্রেলার ও জন্মদিনের শুভেচ্ছা প্রদর্শন করা হবে।

শুধু বাংলাদেশ নয়, 'রাজকুমার' মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করে গেছেন।

এ ছাড়া শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

Comments