স্বাধীনতা দিবসে দেখতে পারেন যেসব সিনেমা, নাটক ও সিরিজ

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের বেশ কিছু সিনেমা ও নাটক। এ ছাড়া, ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন মুক্তিযুদ্ধের সিনেমা ও সিরিজ। কয়েকটি বাছাই করা নাটক, সিনেমা ও সিরিজ নিয়ে স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজন। 

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দুপুর ১টায় এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক 'যোগ-বিয়োগ'। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, আনিকা কবির শখ, মিতা চৌধুরী ও সুষমা সরকার প্রমুখ। 

স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে দুপুর ১টা ৫ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বাংলা চলচ্চিত্র 'দুঃসাহসী খোকা', রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠুর রচনা ও নূর ইমরান মিঠুর পরিচালনায় বিশেষ নাটক 'আধাঁরে আভা'। মাছরাঙা টেলিভিশনে আজ রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক 'যেখানে সীমান্ত তোমার'। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরীনসহ আরও অনেকে। 

স্বাধীনতা দিবসে বিটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে নাটক 'চাঁদরে খাঁচা'। সৈয়দ মনজুরুল ইসলামরে রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয়ে রিমি করিম, সাব্বির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, রমিজউদ্দিন রাজু, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, সিলভিয়া, সৈয়দ মোশারফ, মোস্তাফিজুর রহমান ও সুস্ময় সাহাসহ আরও অনেকে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখে নিতে পারেন মুক্তিযুদ্ধের সিনেমা ও সিরিজ। এগুলোর মধ্যে রয়েছে 'ওরা ১১ জন', 'গেরিলা', 'আলোর মিছিল', 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি', 'একাত্তরের যীশু', 'সূর্য দীঘল বাড়ী' ও 'জীবন থেকে নেয়া' সিনেমাগুলো। এ ছাড়া, চরকি  অ্যান্থলজি সিরিজ 'জাগো বাহে', এখানে 'শব্দের খোয়াব', 'লাইটস ক্যামেরা অবজেকশন' ও 'বাংকার বয়' নামে পর্বগুলো আছে। যেগুলো পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম ও সুকর্ণ শাহেদ ধীমান। 

Comments

The Daily Star  | English
road accidents death in Bangladesh April

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

4h ago