গায়ক ইমরান উপস্থাপনায়

অনুষ্ঠানের নাম ‘ইমরান শো—বকুলে চন্দনে, গানের বন্ধনে।’
পুরো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কবির বকুল ও চন্দন সিনহা। ছবি: সংগৃহীত
পুরো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কবির বকুল ও চন্দন সিনহা। ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল গান নিয়েই বছরজুড়ে ব্যস্ত সময় কাটান। গায়ক পরিচয়ের বাইরে এবারই প্রথম তাকে নতুন পরিচয়ে দেখা যাবে। প্রথমবার অনুষ্ঠান উপস্হাপনা করেছেন তিনি।

অনুষ্ঠানের নাম 'ইমরান শো—বকুলে চন্দনে, গানের বন্ধনে।'

এই অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান গেয়ে শোনাবেন এই প্রজন্মের দশজন সংগীতশিল্পী । উপস্থাপনার পাশাপাশি ইমরান নিজেও একটি গান পরিবেশনা করবেন।

সংগীতের নানা বিষয় নিয়ে উপস্হাপকের সঙ্গে কথা বলবেন এই অনুষ্ঠানের অন্যতম অতিথি জনপ্রিয় গীতিকার কবির বকুল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক চন্দন সিনহা।

আসছে ঈদে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

 

Comments