অনন্ত আম্বানির বিয়ে: অতিথিদের যাতায়াতে ১০০ প্রাইভেট জেট, ৩ চার্টাড ফ্লাইট ভাড়া

ছবি: সংগৃহীত

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। এছাড়া ভারতের ভেতরে চলাচলের জন্য ১০০টিরও বেশি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে।

ক্লাব ওয়ান এয়ারের প্রধান নির্বাহী রাজন মেহরা রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'অতিথিরা সব জায়গা থেকে আসছে এবং প্রতিটি ফ্লাইট সারা দেশে একাধিকবার ভ্রমণ করবে।'

হিন্দুস্তান টাইমস বলছে, অতিথিদের জন্য যে তিনটি ফ্যালকন-২০০০ জেট ভাড়া করা হয়েছে প্রতি ঘণ্টায় এই চাটার্ড ফ্লাইটের ভাড়া ৭ লাখ ২০ হাজার টাকা।

প্রায় এক বছর ধরে দেশে-বিদেশে প্রাক-বিবাহ অনুষ্ঠান শেষে গতকাল রাতে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

চার দিনব্যাপী মূল বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকায় আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আরও আছেন সৌদি আরামকোর সিইও আমিন এইচ নাসের এবং স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জে ওয়াই লি। বিয়েতে অতিথি হয়ে আসছেন বক্সিং হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন, ইউএস রেসলিং সুপারস্টার ও অভিনেতা জন সিনা, অভিনেতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামে,  কিম কারদাশিয়ান ও ক্লোই কারদাশিয়ান।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনও ছিল তারকাখচিত। গত সপ্তাহে, জাস্টিন বিবার শতাধিক অতিথিদের জন্য পারফর্ম করেছেন এবং মার্চ মাসে গান করেছেন পপতারকা রিহানা।

এছাড়া মে মাসে বিলাসবহুল ইউরোপীয় ক্রুজে ৮০০ জন অতিথি নিয়ে আয়োজিত হয়েছে দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশন।

 

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

7m ago