আলাদা হয়ে গেলেন আরিফিন শুভ-অর্পিতা

আরিফিন শুভ ও অর্পিতা। ছবি: সংগৃহীত

সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকায় সিনেমার নায়ক আরিফিন শুভ। 

গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে আজ বুধবার রাতে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই অভিনেতা। 

পরে এক বিবৃতিতে আরিফিন শুভ জানান, 'দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।'

'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়ত বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।'

শুভ আরও লিখেছেন, 'অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমার মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।'

কোটা সংস্কার আন্দোলনের ঘটনা নিয়ে তিনি বলেন, 'দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।'

আরিফিন শুভর সঙ্গে ফ্যাশন ডিজাইনার অর্পিতা বিয়ের পিঁড়িতে বসেন ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago