সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা মুক্তি পেল আজ

ক্র্যাভেন দ্য হান্টার ও মুফাসা: দ্য লায়ন কিংয়ের পোস্টার। ছবি: সংগৃহীত

মার্ভেল কমিকসের জনপ্রিয় ভিলেন চরিত্র ক্র্যাভেন বইয়ের পাতা থেকে উঠে আসছেন পর্দায়। সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত 'ক্র্যাভেন দ্য হান্টার' ছবিতে দেখা যাবে তাকে। জে সি চ্যান্ডর পরিচালিত এ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনা রয়েছে। 

অন্যদিকে, ডিজনির অ্যানিমেশন সিনেমা 'মুফাসা: দ্য লায়ন কিং' নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। ২০১৯ সালের 'দ্য লায়ন কিং' লাইভ-অ্যাকশন রিমেকের এই প্রিকুয়েল নির্মাণ করেছেন ব্যারি জেনকিন্স। ডিজনির ক্লাসিক গল্পের অনুরাগীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে এই সিনেমা। 

বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমা দুটি আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। 

ক্র্যাভেন দ্য হান্টার

আমেরিকান সুপারহিরো ছবি 'ক্র্যাভেন দ্য হান্টার'। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কমিকসের পাতা থেকে সিনেমার পর্দায় আসছেন ক্র্যাভেন। সনি পিকচার্স প্রযোজিত মার্ভেল ইউনিভার্সের অংশ এই সিনেমায় ক্র্যাভেন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন। অন্যান্য চরিত্রে রয়েছেন রাসেল ক্রো, আরিয়ানা ডেবোস, ফ্রেড হেশিঙ্গার, আলেসান্দ্রো নিভোলা, ক্রিস্টোফার অ্যাবোট প্রমুখ। জে সি চ্যান্ডর পরিচালিত ছবিটি স্পাইডার-ম্যান ছাড়াই একটি ভিলেন কেন্দ্রিক গল্প হিসেবে নির্মিত হয়েছে। মার্ভেল কমিকস ভক্তদের ছবিটি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। 

মুফাসা: দ্য লায়ন কিং

ডিজনি'র অ্যানিমেশন সিনেমা মানেই ভক্তদের বাড়তি কৌতুহল। এবার সেই কৌতুহলে নতুন মাত্রা যোগ করেছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। ২০১৯ সালের 'দ্য লায়ন কিং' লাইভ-অ্যাকশন রিমেকের প্রিকুয়েল এটি, যেখানে মুফাসার জীবনের শুরুর দিকের গল্প তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। যিনি তার অসাধারণ কাজ 'মুনলাইট'-এর জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন। এটি একটি মিউজিক্যাল অ্যানিমেটেড ছবি। মুফাসার চরিত্রের উত্থান ও তার রাজা হয়ে ওঠার গল্প দেখা যাবে এ ছবিতে। এখানে মুফাসা চরিত্রে কন্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের। টিমন ও পুম্বার চরিত্রে বিলি আইচনার এবং সেথ রোজেন থাকছেন তাদের আগের ভূমিকায়।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago