৩ দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’

শুক্রবার দেশের প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘ডেডবডি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মুক্তির তিনদিন পরেই স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল 'ডেডবডি' সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় নায়িকা অন্বেষা রায়।  

স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুক্তির পর সিনেমাটির দুটি শো রেখেছিলাম। কিন্তু দর্শক সেইভাবে দেখছেন না। তাই এখন আমরা সিনেমাটি আর চালাচ্ছি না। বাংলাদেশি সিনেমার মধ্যে রাজকুমার ছাড়া আর কোনো সিনেমাই দর্শক টানতে পারছে না। আমরা যেসব বাংলা সিনেমা চালাচ্ছি, সেসবের দর্শকও অল্প।'

হরর-অ্যাকশন ধাঁচের 'ডেডবডি' সিনেমাটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি থেকে সরে গিয়েছিল। তবে গত শুক্রবার দেশের প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।  

Comments