পাঁচ প্রজন্মের অভিনেত্রী এক নাটকে

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ছোট পর্দার পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী একটি নাটকে অভিনয় করেছেন। 

তাদের মধ্যে আছেন-তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপু। 

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই নাটকের নাম 'তোমাদের গল্প'। 

অভিনেতাদের মধ্যে আছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। 

তবে, নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। 

নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি।'

তিনি বলেন, 'এই নাটকের গল্পটি এমন যে, দক্ষ ও বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন ছিল। সেজন্যই দর্শকপ্রিয় অভিনয়শিল্পীদের একফ্রেমে নিয়ে আসছি। তাই একটি পারিবারিক গল্প বলার জন্য এই শিল্পীদের নিয়ে কাজটি করছি।'

নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। 'তোমাদের গল্প' নাটকে একটি নতুন গান থাকছে। গানটি গেয়েছেন ও সুর করেছেন আরফিন রুমি। গানটির কথা লিখেছেন জনি হক। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

6h ago