ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এদেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম। মঞ্চ নাটক দিয়ে উঠে আসা এই অভিনেতা নাটকের বাইরে সিনেমায় যেমন প্রশংসা ও দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন, সেই সঙ্গে ওটিটিতেও নিজের সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন।

শুধু নিজ দেশ নয়, ভারতের বাংলা সিনেমায় অভিনয় করেও তিনি কলকাতার দর্শকদের মন জয় করেছেন।

তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে ভালো কিছু সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা 'চক্কর ৩০২'।

'চক্কর ৩০২' পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। ইতোমধ্যে টিজার প্রকাশ পেয়েছে এবং বেশ প্রশংসা কুড়াচ্ছে। সেই সঙ্গে এই সিনেমা নিয়ে পরিচালক একটি নতুন ধরনের প্রমোশনাল ভিডিও করেছেন, যা সবার কাছে প্রশংসিত হচ্ছে।

'চক্কর ৩০২' সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন মঈনুল চরিত্রে। মঈনুল একজন পুলিশ অফিসার, যে কিনা নানা ঘটনার মধ্যে দিয়ে রহস্য উদঘাটনে নেমে পড়ে। এটি থ্রিলার গল্প। সেই সঙ্গে মানবিক দিকও আছে। আরও আছে সম্পর্কের কথা।

পরিচালক বলেন, এখানে শুধু মার্ডারের কাহিনী নয়, সেটা উদঘাটন করা, একটি দাম্পত্য জীবনের গল্প বলা, মানবিক গল্প বলা, সম্পর্কের গল্প বলা, মোট কথা আমরা একটা গল্প বলতে চেয়েছি।

তিনি আরও বলেন, দর্শকরা গল্প চায়। চক্কর সিনেমায় একটি গল্প বলার চেষ্টা করেছি।

মোশাররফ করিম বলেন, পরিচালক জীবন আমার পছন্দের মানুষ। তার কাজের ধরন আলাদা। এখানে পরিচালক সুন্দর ও ভিন্ন গল্প বলার চেষ্টা করেছেন। আমার বিশ্বাস গল্পটা সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, আমাদের করা প্রমোশনাল ভিডিওটি সবার দৃষ্টি কেড়েছে। দর্শকরা হলে গিয়ে চক্কর দেখবেন এটি আমার প্রত্যাশা। চক্কর সবার জন্য।

চক্কর সিনেমার শুটিং হয় ২০২৩ সালে। এটি সরকারি অনুদানের সিনেমা।

শুটিং হয়েছে ঢাকা শহর, মানিকগঞ্জ, দিয়াবাড়ি, জৈনাবাজারসহ নানা জায়গায়। সদরঘাটেও শুটিং হয়েছে।

এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, চক্কর জীবনের গল্প। আমাদের গল্প। সবার গল্প। সকলে মিলে দেখার গল্প।

পরিচালক নিশ্চিত করেছেন বেশ কয়েকটি হলে ঈদে মুক্তি পাচ্ছে চক্কর। শুরুর দিকে মাল্টিপ্লেক্সগুলোতে জোর দেবেন মুক্তির বিষয়ে।

মোশাররফ করিম এই সিনেমা নিয়ে বেশ উৎফুল্ল। তার দর্শকরাও অনেকদিন পর ঈদে নতুন সিনেমা পাচ্ছেন।

এদিকে ঈদে অনেক তারকার সিনেমাই মুক্তি পাচ্ছে। সেখানে নতুন সংযোজন হচ্ছে মোশাররফ করিমের চক্কর।

সিনেমাটির টিজার বেশ প্রশংসা কুড়াচ্ছে।

আসছে ঈদে দর্শকরা পুলিশ অফিসার মঈনুলের চোখ দিয়ে রহস্য, মানবিক ও সম্পর্কের গল্প দেখবেন রূপালি পর্দায়।

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago