আনন্দমেলায় রুনা লায়লার যে গান পছন্দ করছেন শ্রোতারা

গত বছর ঈদে বিটিভিতে প্রচারিত 'আনন্দমেলা' ম্যাগাজিন অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা 'চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী' শিরোনামে একটি গান গেয়েছিলেন। গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন।
গানটির কথা লিখেছেন আনজীর লিটন, সুর করেছেন আশরাফ বাবু। গানটি রুনা লায়লার সঙ্গে গেয়েছিলেন চার কণ্ঠশিল্পী কনা, ইমরান, সাব্বির ও ঝিলিক। সেই গানই এখন 'বিটিভি মিউজিক'এ প্রচার হচ্ছে।
ইউটিউব চ্যানেলটিতে প্রচারের পর এখন পর্যন্ত ১০ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন গানটি।
রুনা লায়লা বলেন, 'ঈদে বিটিভির আনন্দমেলায় এরই মধ্যে বেশ কয়েক বার গান গাওয়া হয়েছে। তারমধ্যে গত বছর বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য ''নতুন পৃথিবী'' গানটি গেয়েছিলাম। গানটি প্রচারের পর ইউটিউবেও শ্রোতারা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়। সত্যি বলতে কী, ভালো গান হলে শ্রোতারা খুঁজে খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন। যে কারণে বেশি মানুষ শুনছেন গানটি।'
Comments