আনন্দ-বিষাদ-ভয়ের ‘জয়া আর শারমিন’

জয়া আহসান অভিনীত `জয়া আর শারমিনের গল্প' প্রেক্ষাগৃহে আসছে চলতি মাসের ১৬ তারিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমার ট্রেলার প্রকাশ করে জয়া আহসান জানিয়েছেন করোনা মহামারির লকডাউনের দিনগুলোতে দুই নারীর আখ্যান।
এই দুই নারীর চরিত্র ফুটিয়ে তুলেছেন জয়া আহসান এবং মহসিনা আক্তার।

সিনেমার ট্রেলারে করোনা মহামারির সময় তাদের জীবনের কিছু দৃশ্য উঠে এসেছে। শুরুর দিকে আনন্দ-আড্ডা, রান্না নিয়ে দুজনকে দারুণ সময় পার করতে দেখা যায়। কিন্তু পরে তাদের জীবনে নেমে আসে বিষাদের ছায়া। সময়ের সঙ্গে সঙ্গে বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়।
সিনেমায় জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও আছেন তানজিম সাইয়ারা তটিনী।
নির্মাতা পিপলু আর খান জানিয়েছেন, মাত্র ১৫ দিনের মধ্যে শেষ করেছিলেন 'জয়া আর শারমিন' সিনেমার দৃশ্যধারণ।
Comments