‘সিতারে জমিন পার’ মুক্তির তারিখ জানালেন আমির খান

আমির খান

দীর্ঘ বিরতির পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার আগামী সিনেমা 'সিতারে জমিন পার' ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

২০০৭ সালের ব্লকবাস্টার 'তারে জমিন পারে'র স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার অবশেষে প্রকাশ পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ। সিনেমাটি আগামী ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে।

সিনেমায় আমির খানের সঙ্গে প্রথমবারের মতো জুটিতে হিসেবে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। পোস্টারে আরও দেখা গেছে ১০ জন নবাগত অভিনেতাকে। আমির খান প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকরের।

'সিতারে জমিন পার' সিনেমাটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন। সিনেমায় গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন  শঙ্কর-এহসান-লয়।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago