মুক্তির আগেই হৃতিকের সিনেমার রেকর্ড

দীর্ঘ ছয় বছর পর হৃতিক রোশন অভিনীত 'ওয়ার' সিনেমার সিক্যুয়াল মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তার সঙ্গে আছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। অয়ন মুখার্জি নির্মিত 'ওয়ার টু' সিনেমায় আরও আছেন কিয়ারা আদভানি।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির আগেই গড়ে ফেলেছে এক দারুণ রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় সিনেমা করতে পারেনি। ২০০ কোটি টাকা রুপি বাজেটে নির্মিত 'ওয়ার টু' সিনেমাটি বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে।
ভারতীয় একাধিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই অ্যাকশন থ্রিলারটি নিয়ে দর্শকের অনেক আগ্রহ দেখা গেছে।
Comments