নতুন সুপারম্যান সিনেমার আয় ১২ কোটি ডলার ছাড়াল

সুপারম্যান চরিত্রে ডেভিড করেনসওয়েট। ছবি: সংগৃহীত (ওয়ার্নার ব্রাদার্স)
সুপারম্যান চরিত্রে ডেভিড করেনসওয়েট। ছবি: সংগৃহীত (ওয়ার্নার ব্রাদার্স)

জনপ্রিয় ডিসি কমিক্স চরিত্র সুপারম্যানের নতুন অ্যাকশন সিনেমা মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে।

এই খাতের বিশেষজ্ঞদের পূর্বাভাস মতে, ইতোমধ্যে টিকেট বিক্রি থেকে এই সিনেমার আয় ১২ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওসের এই সিনেমার পরিচালকের দায়িত্বে ছিলেন জেমস গান। তিনি এর আগে মার্ভেল কমিক্সের কিছু চরিত্রকে সফল সিনেমায় রূপ দিয়েছেন।

সুপারম্যানের নাম-ভূমিকায় আছেন অপেক্ষাকৃত নতুন ও স্বল্প পরিচিত অভিনেতা ডেভিড করেনসওয়েট।

সঙ্গে তার বান্ধবী লুইস লেইনের ভূমিকায় ছিলেন 'দ্য মার্ভেয়াস মিসেস মেইজেল' চরিত্রের জন্য খ্যাতি অর্জনকারী অভিনেত্রী র‍্যাচেল ব্রসনাহান। পাশাপাশি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস হৌল্ট। 

ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড এ. গ্রস বলেন, '৭৫ বছর ধরে নির্মাণ করা হচ্ছে এমন একটি সুপারহিরোর গল্পের সপ্তম পর্ব স্থানীয় বাজারে (যুক্তরাষ্ট্রে) যে সাফল্য অর্জন করেছে, তা অসামান্য।' 

'এ ক্ষেত্রে পরিচালক মিস্টার গান শুধু বড় বড় তারকাদের ওপর নির্ভর করেননি। তিনি ভালো গল্প ও চলচ্চিত্র নির্মাণে যে মুনশিয়ানা দেখিয়েছেন, তারই ফলাফল দেখছি আমরা'।

নতুন সুপারম্যান মুভির তিন মূল চরিত্র। ছবি: এএফপি
নতুন সুপারম্যান মুভির তিন মূল চরিত্র। ছবি: এএফপি

১৯৯৩ সালে আধুনিক বিশ্বে ডাইনোসরদের কাল্পনিক ঘোরাফেরা নিয়ে জুরাসিক পার্ক সিনেমাটি নির্মাণ করেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এরপর ওই ধারায় অসংখ্য 'জুরাসিক' সিনেমা মুক্তি পেয়েছে, যার সর্বশেষ নজির 'জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ'। সুপারম্যানের দাপটে জুরাসিক ওয়ার্ল্ড দ্বিতীয় অবস্থানে চলে গেছে। সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৪ কোটি ডলারের ব্যবসা করেছে।

এই সিনেমায় মূল চরিত্রে আছেন মার্ভেলের ব্ল্যাক উইডোখ্যাত স্কারলেট ইয়োহানসন, জনাথান বেইলি ও মাহেরশালা আলি।

তৃতীয় অবস্থানে আছে 'এফ ওয়ান: দ্য মুভি'। অ্যাপল ও ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত সিনেমার মূল চরিত্রে আছেন ব্র্যাড পিট। এটি ১ কোটি ৩০ লাখ ডলারের ব্যবসা করেছে।

চতুর্থ স্থানে আছে 'হাউ টু ট্রেইন ইওর ড্রাগন'। ২০১০ সালের জনপ্রিয় এই সিনেমাটি নতুন করে নির্মাণ করেছে ইউনিভার্সাল ও ড্রিমওয়ার্ক্স অ্যানিমেশন। এটি ৭৮ লাখ ডলারের ব্যবসা করেছে।

শীর্ষ দশের পরের সিনেমাগুলো হলো টুয়েন্টি এইট ইয়ার্স লেটার, লিলো অ্যান্ড স্টিচ, মিশন ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং, মিগান টু পয়েন্ট ও এবং ম্যাটেরিয়ালিস্টস। 

 

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago