যেমন ছিল বাংলাদেশে 'জওয়ান' মুক্তির প্রথম দিন

শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার
শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার

গতকাল ৭ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের বিদেশী ভাষার সিনেমাপ্রেমীদের জন্য অনন্য এক দিন। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বলিউডের সিনেমা 'জওয়ান'।

স্বাধীনতা পরবর্তীকালে এই প্রথম কোন হিন্দি সিনেমা একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেল।

শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার
শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার

বলিউডের আলোচিত 'জওয়ান' সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, যার সঙ্গে রংধনু গ্রুপও যুক্ত আছে। আমদানিকারক সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট ৪৬ প্রেক্ষাগৃহে আজ 'জওয়ান' মুক্তি পেয়েছে। প্রতিদিন সিনেমাটির ২৩৭টি শো চলবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে 'জওয়ান' সিনেমার প্রথম শো চলেছে।

সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সরেজমিনে দেখা গেছে সন্ধ্যা ৬ টার পর থেকে অগনিত দর্শক অগ্রিম টিকেটের জন্য ভিড় জমিয়েছেন। অনেকেই আগামী কয়েকদিনের শোর টিকিট বুক করে রেখেছেন।

এ সময় শাহরুখ ভক্তরা 'জওয়ান' 'জওয়ান' চিৎকারে স্টার সিনেপ্লেক্সের চত্ত্বরকে মুখরিত করেছেন।

শাহরুখ খান ফ্যানক্লাবের অনেকেই জওয়ানের টিশার্ট পরে এসেছিলেন। 'জওয়ান' মুগ্ধতায় মজে আছেন বাংলাদেশ-ভারতের দর্শকরা। শাহরুখপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটীয়ে একই দিনে বাংলাদেশে  মুক্তি পেয়েছে বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমাটি।

এ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার, যিনি মূলত 'অ্যাটলি' নামেই পরিচিত। তামিল সিনেমার সফল পরিচালক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।

শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার
শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে দুপুর ৩ টার পরে ছাড়পত্র পাওয়ার কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম শো শুরু হতে কিছুটা দেরি হয়। রাত ৮টার কিছুক্ষণ আগে 'জওয়ান' সিনেমার প্রথম শো শুরু হয়।

সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের কোলাহলে মুখরিত হয়ে উঠে প্রেক্ষাগৃহ। শাহরুখ খানের এন্ট্রি থেকে শুরু করে গানের সময় স্টার সিনেপ্লেক্সের হলের মধ্যে শাহরুখ খান ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার
শাহরুখ ভক্তরা জওয়ান সিনেমা দেখতে ভীড় করছেন। ছবি: স্টার

জওয়ান সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন 'দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি,সুনীল গ্রোভার ও বিজয় সেতুপতি।

 

Comments

The Daily Star  | English

Biman flies high with record profit in FY25

Of its 55-year journey, the national flag carrier posted profit in 26 years

11h ago