সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকে দেখতে পারবেন বাংলাদেশের দর্শক

আজ  বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জাওয়ান।’যার ফলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা। প্রেক্ষাগৃহে দেখা যাবে সন্ধ্যা থেকেই।
আজ মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। ছবি: সংগৃহীত
আজ মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। ছবি: সংগৃহীত

আজ ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা 'জওয়ান। বাংলাদেশের দর্শকরাও আজ থেকেই সিনেমাটি দেখতে পাবেন। 

আজ  বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'জাওয়ান।'যার ফলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা। প্রেক্ষাগৃহে দেখা যাবে সন্ধ্যা থেকেই।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'জওয়ান' আন-কাট সেন্সর পেয়েছে। বাংলাদেশে সিনেমাটির প্রদর্শনে কোনো বাধা নেই।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পাশাপাশি রংধনু গ্রুপও সিনেমাটি আমদানির সঙ্গে যুক্ত।

এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

জওয়ান সিনেমার ট্রেইলার

 

Comments