সুভাষ ঘাইয়ের সিনেমায় তাপসী পান্নু!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ইতোমধ্যে তিনি অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। হাসিন দিলরুবা ফ্র্যাঞ্চাইজিতে রানির চরিত্রে অভিনয় করার পর রোমান্টিক ক্রাইম ড্রামা 'ঐতরাজ' সিক্যুয়ালের প্রস্তাব পেয়েছেন তাপসী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে অনুযায়ী, তাপসী এখনো চুক্তিপত্রে সই করেননি।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, 'আমরা শুনেছি, তাপসীকে 'ঐতরাজ ২' সিনেমার একটি স্ক্রিপ্ট রিডিং দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কী হয়েছে বা প্রযোজনা দলের পক্ষ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে, এটি সবই জল্পনা, তবে তিনি যদি সিনেমাটিতে অভিনয় করেন, তাহলে তা হবে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।'

এর আগে, ২০২৪ সালের ১৩ নভেম্বর 'ঐতরাজ' সিনেমার প্রযোজক সুভাষ ঘাই সিক্যুয়েলের ঘোষণা দেন। তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'প্রিয়াঙ্কা চোপড়া সাহস করে এটি করেছেন। তাই আমার মুক্তা আর্টস প্রযোজিত ঐতরাজের ২০ বছর পরও তার অভিনয় ভুলতে পারছেন না সিনেপ্রেমীরা। যদিও শুরুতে তিনি একজন উচ্চাভিলাষী নারী চরিত্রের অভিনয় নিয়ে শঙ্কিত ছিলেন। পরে অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে পুরো কাজটি করেছিলেন। এখন মুক্তা আর্টস তিন বছরের কঠোর অধ্যাবসায়ের পর স্ক্রিপ্ট নিয়ে 'ঐতরাজ ২' সিনেমার জন্য প্রস্তুত। আপনারা অপেক্ষা করুন এবং দেখুন।'
ঐতরাজ সিনেমা নিয়ে কিছু তথ্য
২০০৪ সালে মুক্তি পাওয়া 'ঐতরাজ' পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান এবং প্রযোজনা করেছিলেন সুভাষ ঘাই। সিনেমাটি ওই বছরের ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল। ওই সময় দর্শকদের থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। সিনেমাটি তখন ব্যবসা সফল একটি সিনেমা ছিল। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার।

তাপসী পান্নুর ব্যস্ততা
তাপসী এখন ব্যস্ত নেটফ্লিক্সের সিনেমা 'গান্ধারী' সিনেমার শ্যুটিং নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশিস মাখিজা। এক বিবৃতিতে তাপসী বলেন, 'আমি নয় বছর আগে অ্যাকশন দিয়ে করেছিলাম এবং আমি এমন একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যা আমি এই সিনেমাতে পেয়েছি। এটি আমাকে নতুনভাবে চ্যালেঞ্জ নিতে সাহায্য। গুপ্তচরের চরিত্রে অভিনয় করার পর আমি আরও ভালো কিছুর সন্ধানে ছিলাম এবং গান্ধারী আমার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। সিনেমাটির গল্প বেশ শক্তিশালী। নেটফ্লিক্স ও কাঠা পিকচার্স আমাকে সাহসী, অনন্য ও প্রভাবশালী গল্পে কাজের সুযোগ তৈরি করে দিয়েছে। নেটফ্লিক্সের সঙ্গে কাজ করা সবসময় বেশ ফলপ্রসূ হয়েছে। কারণ মাধ্যমটি আমাদের বড় সংখ্যক দর্শকের পৌঁছাতে সহায়তা করবে।
Comments