জুনে রানি মুখার্জির মারদানি থ্রির শুটিং শুরু

রানি মুখার্জি, মারদানি থ্রি, শিবানী শিবাজি রায়, বলিউড,
রানি মুখার্জি । ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি 'মারদানি থ্রি' শিবানী শিবাজি রায়ের ভূমিকায় অভিনয় করবেন। ২০২৪ সালের আগস্টে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। তখন থেকে ভক্তরা অভিনেত্রীকে একজন নির্ভীক পুলিশ অফিস হিসেবে পর্দায় দেখার অপেক্ষায় আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে পরিচালক অভিরাজ মিনাওয়ালা প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন। নির্মাতারা বর্তমানে মূল চরিত্রগুলোর লুক পরীক্ষা চালাচ্ছেন এবং চিত্রনাট্য নিয়ে আরও কাজ করছেন। এ বছরের জুনের মধ্যে শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রানী মুখার্জি। ছবি: সংগৃহীত

সিনেমাতে নতুন প্রতিভা তুলে আনতে অডিশন চলছে। নির্মাতারা পর্দায় ভালো একটি টিমকে কাস্ট করার ওপর মনোনিবেশ দিয়েছেন। এছাড়া প্রযোজনা টিম প্রাথমিক শুটিং লোকেশন চূড়ান্ত করেছে। অ্যাকশন থ্রিলারটির উল্লেখযোগ্য অংশ মুম্বাই ও দিল্লিতে চিত্রায়িত হবে। প্রযোজনা টিম উত্তর ভারতে আরও কিছু স্থান ঘুরে দেখেছেন। আগামী সপ্তাহে এগুলো জানানো হবে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, ২০২৪ সালে রানি সিনেমাটির কথা তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, মারদানি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি সত্যিই গর্বিত। এটি এমন একটি ফ্র্যাঞ্চাইজি, যা আমাকে অনেক কিছু দিয়েছে। মারদানি থেকে আমি যে ভালোবাসা, প্রশংসা ও সম্মান পেয়েছি তা সত্যিই অনেক। শিবানী শিবাজি রায়কে খুব তাড়াতাড়ি বড় পর্দায় ফিরিয়ে আনার অপেক্ষায় আছি। বেশ কিছুদিন হলো আমি পুলিশের উর্দি পরেছি এবং আমাদের দেশের নারী পুলিশ বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছি।

রানী মুখার্জি। ছবি: সংগৃহীত

২০২৩ সালে মারদানির তৃতীয় পর্ব নিশ্চিত করেন রানি। তিনি বলেন, মারদানি থ্রি কেমন হবে তা দেখতে আমি মুখিয়ে আছি। আমি সত্যিই অনেক উত্তেজিত। শিবানীর চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য আনন্দের ব্যাপার।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল মারদানি পার্ট ওয়ান। ২০১৯ সালে সিনেমাটির সিক্যুয়াল নির্মিত হয়। দুটি সিনেমায় বক্সঅফিসে ব্যাপক হিট হয়েছিল।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

55m ago