এ ধরনের চরিত্রে আর কখনো অভিনয় করব না: ফেরদৌস

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। আজ রোববার দ্য ডেইলি স্টারের কাছে এই সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলেছেন ফেরদৌস।
ফেরদৌস। স্টার ফাইল ফটো

মাহমুদ দিদার পরিচালিত 'বিউটি সার্কাস' সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। আজ রোববার দ্য ডেইলি স্টারের কাছে এই সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলেছেন ফেরদৌস।

তিনি বলেন, 'এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি এবং আর কখনো করব না। আমি সমসময় পজিটিভ ইমেজ নিয়ে পর্দায় এসেছি। পরিচালক আমাকে কনভিন্স করেছে কাজটি করার জন্য। শুটিং স্পটে গিয়েও ভেতর থেকে মন বলছিল- কাজটা করা উচিত হচ্ছে না। আবার সিনেমার গল্প আর আমার চরিত্রটি বলছে- কাজটা করা উচিত। শেষ পর্যন্ত কাজটি আমি আনন্দ নিয়েই করেছি। সার্কাসের মেয়েদের সস্তা মনে করা হয়। কিন্তু তাদেরও যে ব্যক্তিত্ব আছে সেটা মনে করা হয় না। তাদের কত রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে চলতে হয় সেটা এ সিনেমায় আছে।'

তিনি আরও বলেন, 'প্রায় ২ যুগ ধরে সিনেমায় কাজ করছি। সিনেমা ভালোবাসি বলেই কাজটা করে যাচ্ছি। ফলে মানুষ যখন বলে, বাংলা সিনেমা ধ্বংস হয়ে গেছে বা যাচ্ছে তখন বুকটা কেঁপে ওঠে। সেজন্য এখন আমার মনে হয়, সার্কাস নিয়ে যেমন সিনেমা হয়েছে, আমাদের চলচ্চিত্র নিয়েও তেমন সিনেমা হওয়া দরকার।'

'সার্কাস, যাত্রা হারিয়ে গেছে। অথচ এগুলো আমাদের মূল সংস্কৃতির বড় একটা অংশ ছিল। এর সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত ছিল। সব হারিয়ে যাচ্ছে। ফলে সিনেমাটাও হারিয়ে যাওয়ার আগে, এটার নানা বিষয় ধরে সিনেমা বানানোর সময় এসেছে। চলতি সময়ে মুক্তি পাওয়া বাংলা সিনেমা 'পরাণ', 'হাওয়া', 'বীরত্ব' সিনেমাগুলো ভালো যাচ্ছে। মুক্তি প্রতীক্ষিত 'অপারেশন সুন্দরবন', 'বিউটি সার্কাস' সিনেমাও দর্শক দেখবে আশা করি।'

Comments