পূজার ছুটিতে বরের সঙ্গে ঘুরতে যাবেন মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন তিনি। দুর্গাপূজা নিয়ে কী পরিকল্পনা করছেন মিম, তা নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

দুর্গাপূজা নিয়ে কী কী পরিকল্পনা করেছেন?

বিয়ের পর প্রথম শারদীয় দূর্গাপূজা আমার লাইফে। এবারের পূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি। অনেক জায়গায় যাব। আমার শ্বশুরবাড়ি কুমিল্লা। সেখানে যাওয়ার পরিকল্পনা করেছি। মা-বাবার সঙ্গেও সময় কাটাব। দেশের বাইরে ঘুরতে যাওয়ারও ইচ্ছে আছে। এবারের পূজার সময় একটু ভিন্নবে কাটাব। পূজার ছুটিতে বরকে নিয়ে ঘুরব।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ছোটবেলার পূজার দিনগুলো কীভাবে কেটেছে?

ছোটবেলার পূজাগুলো দারুণ ছিল, অনেক আনন্দ করতাম। বাবা সরকারি কলেজে অধ্যাপনা করতেন। সেজন্য দেশের নানা জায়গায় আমার ছেলেবেলা কেটেছে। কী যে আনন্দ করতাম তখন! এখনো পূজা এলেই সেসব মধুর দিনগুলোর কথা মনে পড়ে। ছেলেবেলার পূজার সময়ে নতুন নতুন পোশাক কেনা হত। অনেক হইচই করা হত। আমার দাদাবাড়ি ও মামাবাড়ি দুটোই রাজশাহীতে। দাদাবাড়ি ও মামাবাড়িতে পূজার সময়ে বেশি আনন্দ করেছি। দূর-দূরান্ত থেকে আত্মীয়রা আসতেন, আমরা আনন্দে দিন কাটাতাম।

জনপ্রিয়তাকে কখনো বিড়ম্বনা মনে হয়?

না। এটাকে আশীর্বাদ মনে করি। ছেলেবেলায় পূজা এলে একরকম করে সময় পার করতাম, এখন আরেকরকম করে পার করি। এখন তো পূজার সময়ে দাদাবাড়ি বা মামাবাড়ি গেলেই ভিড়। কত জায়গা থেকে মানুষ দেখতে আসেন। সারাক্ষণ ভিড় লেগেই থাকে। কিন্ত এটাকে আমি সবসময় ইতিবাচক হিসেবেই দেখি। এছাড়া অন্য কোথাও গেলেও ভিড় হয়। মানুষ আসেন। কিন্তু, আমি জনপ্রিয়তাকে কখনোই বিড়ম্বনা হিসেবে দেখি না।

২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ৭০টি হলে পরাণ মুক্তি পাচ্ছে?

এটা তো বিরাট খুশি খবর। আমার জন্য যেমন খুশির খবর, বাংলাদেশের সিনেমার জন্য তো বটেই। পরাণ সফল একটি সিনেমা। দেশের বাইরেও অনেক আগ্রহ। যুক্তরাষ্ট্রের ৭০টি হলে দর্শকরা পরাণ দেখবেন, খবরটি আমাকে খুব আনন্দ দিয়েছে।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আপনি তো ইউনিসেফের শুভেচ্ছা দূত?

হ্যাঁ। গতকাল ইউনিসেফের হয়ে সিলেট বিভাগে ঘুরে এলাম। যেখানে প্রবল বন্যা হয়েছিল, সেখানকার একটি গ্রামে গিয়েছিলাম। মহিলাদের সঙ্গে কথা বলেছি। শিশুদের সময় সুন্দর সময় কাটিয়েছি। নারীদের কষ্টের কথা জেনে খারাপ লেগেছে।

নতুন সিনেমা খবর বলুন...

নতুন সিনেমার প্রস্তাব তো আসছেই। ৩-৪টি সিনেমার কথা হচ্ছে। যেটা ভালো লাগবে এবং পছন্দ হবে সেটাই করব। এছাড়া আগামী মাসে দামাল মুক্তি পাচ্ছে। দর্শকদের বলব হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago