‘কলকাতার পূজা ভীষণ রঙিন’
'হঠাৎ বৃষ্টি' খ্যাত নায়ক ফেরদৌস ২০ বছরেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন। একটা সময়ে তিনি নিয়মিত কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।
৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক আগামী ১২ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন নতুন সিনেমার। পূজা, নতুন সিনেমাসহ নানা বিষয়ে তিনি আজ রোববার সকালে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
পূজা উপলক্ষে আপনাকে খুব ব্যস্ত মনে হচ্ছে।
হ্যাঁ, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছুটা ব্যস্ততা তো আছেই। পূজার জন্য বেশ কয়েকটি ফটোশুট করেছি। এ ছাড়া, গতকাল বনানী পূজা মণ্ডপে গিয়েছিলাম, আজও যাওয়ার সম্ভাবনা আছে।
ধর্মীয়ভাবে আমার কাছে ঈদ সবচেয়ে বড় উৎসব হলেও পূজায়ও আনন্দ করি। ভালো লাগে পূজা এলে। এবারের পূজায় অনেকগুলো পাঞ্জাবি উপহার পেয়েছি, উপহার দিয়েছি।
আমি মনে করি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি। উৎসব তো উৎসবই। কাজেই উৎসবের অংশীদার সবাই হতে পারেন। যে যার মতো ভালোভাবে উৎসব পালন করুক এটাই চাই।
কলকাতার পূজা কতটা মিস করছেন?
কলকাতার পূজা খুব মিস করছি, সেইসঙ্গে বন্ধুদেরও। কলকাতার পূজা ভীষণ রঙিন। ওটার তুলনা কোনো কিছুর সঙ্গে হবে না। একটা সময় ওখানে প্রচুর সিনেমা করেছি, নিয়মিত থেকেছি। অনেক বছর কলকাতার পূজায় যাওয়া হয় না। কলকাতার পূজার সময়ে পারফরম্যান্সও করেছি। এমন সময় সেখানে নতুন সিনেমা মুক্তি পায়। আমার সিনেমাও মুক্তি পেয়েছে। সবকিছু বিবেচনা করলে অনেক সুন্দর পূজা হয় ওখানে।
নতুন সিনেমার শুটিং কবে শুরু হচ্ছে?
ছটকু আহমেদের পরিচালনায় 'আহারে জীবন' সিনেমার শুটিং শুরু করব ১২ অক্টোবর থেকে। করোনাকালীন সময়ের গল্প নিয়ে সিনেমাটির কাহিনী। ইতালিফেরত এক যুবকের চরিত্রে দেখা যাবে আমাকে। একটি মানবিক গল্পের সিনেমা 'আহারে জীবন'। সেইসঙ্গে খুব ইমোশনের সিনেমাও। আমার বিপরীতে থাকছেন পূর্ণিমা।
ক্যারিয়ারের শুরুতেই আপনি ও পূর্ণিমা 'মধু পূর্ণিমা' সিনেমাসহ বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়েছেন। আপনার কি মনে হয় ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাদের এই জুটিকে কাজে লাগাতে পেরেছে?
পারেনি। এ জন্য দুঃখ হয়। পূর্ণিমা আমার ভালো বন্ধু। আমাদের রসায়নও ভালো। কিন্তু ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি আমাদেরকে সেভাবে কাজে লাগাতে পারেনি। পারলে অনেক ভালো সিনেমা নির্মাণ হতে পারতো। দর্শকরাও ফেরদৌস ও পূর্ণিমাকে ভালো সিনেমায় দেখতে পেতেন। এটা একটা আফসোসও আমার জন্য।
Comments