আমার জন্য ‘মা’ শুধু একটি সিনেমা নয়: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

পরীমনি অভিনীত এবং অরণ্য আনোয়ারের পরিচালনায় প্রথম সিনেমা 'মা' সেন্সর ছাড়পত্র পেয়েছে বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে এই সিনেমায় পরীমনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত আছেন পরীমনি। বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমার জন্য মা শুধু সিনেমা না, একটা ইমোশন। অনেক আবেগ জড়িত মা সিনেমার সঙ্গে।'

পরীমনি বলেন, 'যখন মা সিনেমায় চুক্তি করি, তখন রাজের সঙ্গে আমার পরিচয়ও হয়নি। বেশ পরে যখন আমি এই সিনেমার শুটিং করতে যাই, তখন আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা। বুঝতেই পারছেন সিনেমাটির সঙ্গে কত স্মৃতি, কত আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।'

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

'মা সিনেমাটি সব শ্রেণীর দর্শকদের জন্য আমার উপহার,' যোগ করেন তিনি।

পরিচালক অরণ্য আনোয়ার ডেইলি স্টারকে বলেন, 'আমি খুব খুশি মা সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায়। এই সিনেমায় ১৯৭০ ও ১৯৭১ সালের চিত্র উঠে এসেছে।'

পরিচালক আরও বলেন, 'মা সিনেমায় পরীমনি বিরাট চ্যালেঞ্জ নিয়েছেন। কেননা, এখানে তিনি এক মায়ের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। নতুন পরীমনিকে দেখা যাবে মা সিনেমায়।'

সিনেমা মুক্তির বিষয়ে অরণ্য আনোয়ার বলেন, 'মাত্রই তো সেন্সর পেল। শিগগিরই বসব মা নিয়ে। তারপর আলোচনা করে সবাইকে জানাব কবে মুক্তি দেবো।'

মা সিনেমাটি প্রযোজনা করেছেন অরণ্য পুলক। এটি তার প্রযোজিত প্রথম সিনেমা।

 

Comments

The Daily Star  | English

Jewellers cut gold prices by Tk 3,452 a bhori

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 138,708

56m ago