তারকারা কে কোথায় কাটাচ্ছেন ঈদের ছুটি

সাদিয়া ইসলাম মৌ, বাঁধন, পরীমনি, মম, তটিনী ও সজল। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি নিয়ে মানুষের পরিকল্পনার শেষ নেই। সবাই যার যার মতো করে পরিকল্পনা করে। তারকারাও তাদের মতো করে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটির পরিকল্পনা করেন। 

জেনে নেওয়া যাক এবারের ঈদুল ফিতরের ছুটিতে কয়েকজন তারকার পরিকল্পনা, কে কোথায় ঈদ কাটাচ্ছেন।

সাদিয়া ইসলাম মৌ 

মৌ। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন জনপ্রিয় এই মডেল-নৃত্যশিল্পী ও অভিনেত্রী। বছরজুড়ে তিনি ব্যস্ত থাকেন। ঈদের সময়ে একটু অবসর পান। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন। 

দ্য ডেইলি স্টারকে মৌ বলেন, 'ঈদের ছুটিতে ঢাকায় থাকব। এই ঈদে আমার অভিনীত দুটি নাটক প্রচার হওয়ার কথা। দর্শকরা ভালো কিছু দেখতে পারবেন আশা করি।'

এছাড়া, ঈদের আনন্দমেলা অনুষ্ঠানেও তার নাচ পরিবেশন হবে। 

মৌ বলেন, 'আমার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছে। ঈদের দিন তাকে মিস করব।'

আজমেরী হক বাঁধন 

বাঁধন। ছবি: সংগৃহীত

বাঁধনও ঈদের ছুটিতে ঢাকায় থাকছেন। ডেইলি স্টারকে তিনি বলেন, 'ঢাকায় মা-বাবা ও পরিবারের সবার সঙ্গে ঈদ করব। মেয়ের সঙ্গে ঈদ করব।'

'ঈদের জন্য বড়সড় পরিকল্পনা করতাম ছোটবেলায়। এখন মেয়ে পরিকল্পনা করে, ভালো লাগে,' বলেন তিনি।

বাঁধন বলেন, 'ঈদে যারা গ্রামে যাচ্ছেন, তাদের ঈদ বেশি আনন্দ হোক এটাই প্রত্যাশা করি। ঈদের ছুটিতে ঢাকা শহরে জ্যাম থাকে না, এটা ভালো লাগে।'

জাকিয়া বারী মম 

মম। ছবি: সংগৃহীত

মম ঈদের ছুটি কাটাবেন ঢাকার বাসায়। তার মা, ভাই ও ভাবি হজে গেছেন।

ডেইলি স্টারকে মম বলেন, 'মা-ভাই-ভাবি ফিরে এলেই মূলত আমার ঈদ শুরু হবে। তাই বড় কোনো পরিকল্পনা করিনি।'

'একটা সময় ঈদ নিয়ে অনেক পরিকল্পনা করা হতো, অনেক শপিং করা হতো। তখন ঘোরাফেরাও হতো অনেক। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে,' বলেন তিনি।

মম আরও বলেন, 'এখন দায়িত্ব বেড়ে গেছে। যারা ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের যাত্রা শুভ হোক। ঈদ সবার জন্য মঙ্গল বয়ে আনুক।'

পরীমনি 

পরীমনি। ছবি: সংগৃহীত

ঈদের সব পরিকল্পনা দুই সন্তানকে নিয়ে করেছেন এই চিত্রনায়িকা।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ''আমার সব আনন্দের মূলে ওরা দুজন। ঈদের আনন্দও ওদের নিয়েই।'

ঈদের ছুটিতে ঢাকাতেই থাকছেন পরীমনি। সন্তানদের নিয়ে ঘুরতে যেতে পারেন। তবে, মিস করবেন নানাকে। পরীমনি তার 'নানাভাইয়ের' জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তানজিম সাইয়ারা তটিনী

তটিনী। ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় এই নায়িকা এবারের ঈদ করছেন বরিশালে। সেখানেই তার ছোটবেলা কেটেছে।

ডেইলি স্টারকে এই নায়িকা বলেন, 'অনেক স্মৃতি আছে বরিশালের। কয়েকবছর ধরে যাওয়া হয়নি ব্যস্ততার কারণে। এবার আগে থেকেই পরিকল্পনা করেছি ঈদের ছুটিতে বরিশাল যাব, কয়েকটি দিন কাটাব।'

'সেখানে অনেক আপনজন আমার। তাদের সঙ্গে দেখা হবে আশা করি। বরিশাল আমার কাছে খুব প্রিয় শহর, আমার নানাবাড়ি ও দাদাবাড়ি,' বলেন তিনি।

সজল নূর 

ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন সজল। এবারের ঈদে সজলের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তাই এই ঈদ তার জন্য অন্যরকম বিশেষ।

সজল বলেন, 'অনেক বেশিই স্পেশাল এবারের ঈদ। আমার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য ভালোবাসা।'

ঈদের দিন সজল সিনেমা হলে যাবেন। বলেন, 'একটা হলে তো যাবই, আরও বেশি হলেও যেতে পারি।'

সজলের দাদা বাড়ি পুরানো ঢাকায়। ঈদের ছুটিতে পুরান ঢাকায় যাবেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Explosions at Jammu airport in Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

19m ago