ঢালিউড

যুক্তরাষ্ট্রে ৪ সপ্তাহ ধরে চলছে পরাণ

চলতি বছরের আলোচিত সিনেমা পরাণ। সিনেমাটি বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রেও দারুণ সাড়া ফেলেছে। ৩ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পেয়েছে।
পরাণ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

চলতি বছরের আলোচিত সিনেমা পরাণ। সিনেমাটি বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রেও দারুণ সাড়া ফেলেছে। ৩ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পেয়েছে।

মুক্তির পর চতুর্থ সপ্তাহে এসেও পরাণ চলছে বেশ ভালোভাবে। সেখানে আজ থেকে ২২ হলে চলবে পরাণ। যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের এমন কিছু শহরে পরাণ চলবে, যেখানে

আগে বাংলা সিনেমা মুক্তি পায়নি। নিউ ইয়র্ক, জ্যামাইকা, অরলান্ডো, ব্রানসউইক, মানাসাস, হিউস্টন, আটলান্টা, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাটসহ অনেকগুলো রাজ্যে চলেছে সিনেমাটি।

পরাণ সিনেমায় অভিনয় করেছেন- মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

বিদ্যা সিনহা মিম বলেন, 'দেশের সিনেমা হলে পরাণ রেকর্ড গড়েছে। এবার যুক্তরাষ্ট্রের মতো দেশেও টানা ৪ সপ্তাহ ধরে চলছে। এটা দেশের সিনেমার জন্য বড় ঘটনা।'

Comments