‘হাওয়া’, ‘পরাণ’র পর ব্যবসা করতে পারেনি কোনো সিনেমা

হাওয়া ‍ও পরাণ সিনেমার বিলবোর্ড। ছবি: সংগৃহীত

'পরাণ' ও 'হাওয়া'র পরে প্রেক্ষাগৃহে এখন পর্যন্ত আর কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। গত ৩ মাসে এই ২টি সিনেমা মুক্তির পর অনেকগুলো বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু, সেগুলো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। তবে, ব্যবসা করতে না পারলেও কয়েকটি সিনেমা দর্শক প্রশংসিত হয়েছে।

গত ৩ মাসে এই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আছে- মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'আশীর্বাদ', মাহমুদ দিদার পরিচালিত 'বিউটি সার্কাস', দীপংকর দীপন পরিচালিত 'অপারেশন সুন্দরবন', সাইদুল ইসলাম রানা পরিচালিত 'বীরত্ব', শামীম আহমেদ রনি পরিচালিত 'লাইভ', মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'যাও পাখি বলো তারে', ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত 'হৃদিতা', মিজানুর রহমান মিজান পরিচালিত 'রাগী', রফিক শিকদার পরিচালিত 'বসন্ত বিকেল' ও 'রোহিঙ্গা', 'জীবন পাখি' ইত্যাদি।

মধুমিতা সিনেমার কর্ণধার ইফতেখার নওশাদ আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন,   'পরাণ' ও 'হাওয়া'র পরে অনেকগুলো সিনেমা চালিয়েছি, কিন্তু ব্যবসা করতে পারেনি। আরেকটি সিনেমা আমার হলে চলেছে 'দিন: দ্য ডে'। আর কোনো সিনেমায় তেমন আহামরি চলেনি আমার প্রেক্ষাগৃহে। গত সপ্তাহে যে সিনেমা মুক্তি দিয়েছিলাম সেটা নামিয়ে গতকাল একটা পুরনো সিনেমা চালাচ্ছি। পরিচালকদের বুঝতে হবে এই সময়ে কোন ধরনের সিনেমা দর্শক পছন্দ করবে। তেমন সিনেমা নির্মাণ করতে হবে। এভাবে চলতে থাকলে আবার বিপর্যয়ের মধ্যে পড়তে হবে।'

নাম প্রকাশ না করার শর্তে স্টার সিনেপ্লেক্সের এক মুখপাত্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সিনেপ্লেক্সে 'পরাণ' ও 'হাওয়া' পরবর্তী কোনো সিনেমা সেই অর্থে ব্যবসা করতে পারেনি। ব্যবসা করার মতো সিনেমা চলেনি এখানে। ব্যবসা করলে আমাদের তো বলতে সমস্যা নেই। যেটা চলেছে সেটার কথা আমরা জোরেশোরেই বলেছি। 'হাওয়া' ও 'পরাণ' আমাদের প্রেক্ষাগৃহে এখনো ছুটির দিনগুলোতে হাউজফুল চলছে। আগামীতে এ ধরনের সিনেমার অপেক্ষায় আছি।'

শ্যামলী সিনেমার আহসানউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেকদিন পর 'হাওয়া' ও 'পরাণ' সিনেমা দিয়ে আমরা ভালোই ব্যবসা করেছি। কিন্তু, তারপরে তেমন কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। আশা করছি নির্মাতারা আগামীতে ভালো ভালো সিনেমা নির্মাণ করবেন। যা দর্শক পছন্দ করবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s climate debt keeps climbing

As global leaders gather in Baku, Azerbaijan to discuss finance at the 29th climate conference, the most vulnerable countries like Bangladesh are demanding new and additional climate finance that does not exacerbate climate debt.

7h ago