ভারতে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: মিম

বিদ্যা সিনহা মিম, পরাণ, ভারত,
বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বর্তমানে ভারতের কলকাতায় আছেন। সেখানে তাকে পরাণ সিনেমার জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে মিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডেফিনেটলি ভালো লাগছে। ভারতে পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার।

ভারতে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: মিম
বিদ্য সিনহা মিম। ছবি: স্টার

তিনি আরও বলেন, 'পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।'

'টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার। আমি, আফজাল হোসেন ভাই, চঞ্চল দাসহ বেশ কজন এসেছি। পুরস্কার পাওয়ার পর দুই দেশের শিল্পীরাও প্রশংসা করছেন। এটা আমাকে মুগ্ধ করেছে।'

ভারতে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: মিম
বিদ্য সিনহা মিম। ছবি: স্টার

'পরাণ আমাকে অনেক কিছু দিয়েছে। পরাণ যেখানেই চলেছে দর্শকরা লুফে নিয়েছে। আমার কাছে পরাণ একটি ভালোবাসার সিনেমা। সেই সিনেমার জন্য সম্মান যুক্ত হলো ক্যারিয়ারে, এটা মনে থাকবে অনেকদিন। যারা আমাকে পুরস্কার দিলেন, সম্মানিত করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই সবার ভালোবাসা নিয়ে অভিনয় করে যেতে চাই। এছাড়া পরাণ সিনেমার পুরো টিমের জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

মিম অভিনীত নতুন সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। দীপংকর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায় মিমকে দেখা যাবে নতুনভাবে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম  থ্রিলার সিনেমা। ইতোমধ্যে পোস্টার রিলিজ পেয়েছে এবং একাধিক মহাদেশে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে।

ভারতে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: মিম
বিদ্য সিনহা মিম। ছবি: স্টার

মিম বলেন, 'অন্তর্জাল সিনেমায় নতুন আমাকে দেখা যাবে। এই সিনেমার গল্প সবার ভালো লাগবে।'

অন্যদিকে  ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা কলকাতায় নতুন সিনেমা করেছেন। সেই সিনেমায় তার বিপরীতে আছেন জিৎ। চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা মিম প্রথমবারের মতো একটি  ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি মুক্তির প্রতীক্ষায় আছে।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago