নতুন সিনেমাতে চমক থাকবে: অনন্ত জলিল  

চলতি বছরেই মুক্তির পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’।
অনন্ত জলিল ও বর্ষা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলতি বছরেই মুক্তির পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন সিনেমা 'নেত্রী: দ্য লিডার'।

নতুন সিনেমা নিয়ে অনন্ত জলিল বলেন, 'নেত্রী: দ্য লিডার সিনেমার বেশিরভাগ কাজ শেষ। এটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এখন তুরস্কের শুটিংটুকু বাকি আছে। আগামী কিছুদিনের মধ্য তার শেষ করে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে পারব। সিনেমাটিতে চমক থাকবে আশা করছি।'

বর্ষা বলেন, 'আমাদের বিশ্বাস নেত্রী: দ্য লিডার সিনেমাটি দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন সেই প্রত্যাশা পূরণ করবে।'

সিনেমাটি পরিচালনা করছেন উপেন্দ্র মাধব। এতে আরও অভিনয় করেছেন- ইলিয়াস কাঞ্চন, ভারতের কবির দুহান সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াতসহ অনেকে।

Comments