‘মানুষ কি দেখে বোঝে না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই’

শাকিব খান ও বুবলির মাঝে এখন কোনো সম্পর্ক নেই। যে কোনো দিন হতে পারে বিবাহ বিচ্ছেদ।
শাকিব খান ও বুবলি। স্টার ফাইল ছবি

শাকিব খান ও বুবলির মাঝে এখন কোনো সম্পর্ক নেই। যে কোনো দিন হতে পারে বিবাহ বিচ্ছেদ।

এই ২ তারকার এখনো বিবাহ বিচ্ছেদ না হলেও, কোনো সম্পর্ক নেই— তার ইঙ্গিত দ্য ডেইলি স্টারের সঙ্গে কয়েকদিন আগে আলাপকালে শাকিব খান নিজেই দিয়েছেন।

তার ভাষ্য, 'মানুষ কি দেখে বোঝে না, আমাদের ২ জনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?'

শাকিব খান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

তিনি বলেন, 'একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।'

তিনি আরও বলেন, 'বুবলির সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।'

'আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় ২ সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই', যোগ করেন শাকিব খান।

শবনম বুবলী। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।

শবনম বুবলি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলছেন, বিচ্ছেদ ও দূরত্বের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।

 

Comments