জিডি করলেন শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের 'ব্যক্তিগত জীবন টেনে নানাভাবে হেয়' করার অভিযোগে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাকিব খানের পক্ষে তার ম্যানেজার মো. মনিরুজ্জামান গুলশান থানায় জিডিটি করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে গুলশান থানার ওসি (তদন্ত) শেখ শাহনুর রহমান বলেন, 'গতকাল সন্ধ্যায় জিডি করা হয়। ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে শাকিব খানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও তথ্য দেওয়ার অভিযোগে জিডিটি করা হয়।'

নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। এরপর থেকেই সোশাল মিডিয়াতে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নানা ধরনের পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ উঠে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, 'পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রি মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।'

'ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একইসঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন', বলা হয় জিডিতে।

গুলশান থাকার ওসি বিএম ফরমান আলী ডেইলি স্টারকে বলেন, 'জিডিতে যেসব লিংক দেওয়া হয়েছে, সেগুলো তদন্তের জন্য সাইবার অপরাধ বিভাগে পাঠানো হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

6h ago